শিলিগুড়ি, 5 জুন: বিরোধী কোনও মহাজোট হচ্ছে না বলে সাফ জানিয়ে দিল বিজেপি ৷ খোদ মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধি বিরোধী জোটের বেলুন ফাটিয়ে দিয়েছেন বলেও দাবি করেছে বিজেপি ৷ বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ সুশীল মোদির দাবি, নীতীশ কুমার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আর কোনও মহাজোট হবে না।
বিরোধী জোট না-হওয়ার পাশাপাশি বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর দাবি, আগামীতে নীতীশ কুমারের জনতা দলের কোনও অস্তিত্বই থাকবে না ৷ সোমবার শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার স্পেশালিটি ব্লক পরিদর্শনে যান সুশীল মোদি। সঙ্গে ছিলেন মাটিগাড়া নকশালবাড়ির বিজেপি বিধায়ক আনন্দময় বর্মণ, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। পরিদর্শনের পর ডিসেম্বর মাসের মধ্যেই যাতে হাসপাতালের সুপার স্পেশালিটি ব্লক চালু করা যায় সেই বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে কথা বলার পাশপাশি বর্তমান পরিস্থিতি নিয়ে রিপোর্ট দেবেন বলেও জানান মোদি।
এর সঙ্গেই, এদিন সুশীল মোদি বিজেপি বিরোধী আঞ্চলিক দলগুলির মহাজোট প্রসঙ্গে তীব্র কটাক্ষ করেন। প্রসঙ্গত, সম্প্রতি 2024-এর লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী জোট জোরালো করতে বিহারে সমস্ত বিরোধী দলের নেতৃত্বকে নিয়ে বৈঠক ডেকে ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। প্রথমে সেই বৈঠকে যাওয়ার কথা বললেও পরে কংগ্রেস পিছিয়ে আসে। এছাড়াও ওই বৈঠকে যোগ দেওয়া নিয়ে কেসিআর, নবীন পট্টনায়কের মধ্যেও বিভ্রান্তি দেখা যায়। যার জেরে বাতিল করা হয় বৈঠক ৷ আর এরপরই বিরোধী জোট নিয়ে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি ৷
আরও পড়ুন:সেতু ভাঙার ঘটনায় উচ্চ পর্যায়ের বৈঠক তেজস্বীর, নীতীশদের পদত্যাগ চাইল বিজেপির
বিজেপি বিরোধী জোট কোনওভাবেই সম্ভব নয় বলে জানান সুশীল মোদি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুশীল মোদি বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ওই বৈঠক ডেকেছিলেন নীতীশ কুমার। কংগ্রেস নেতৃত্বের সঙ্গে কথা বলেই ওই বৈঠক ডেকেছিলেন। কিন্তু পরে একে একে সবাই পিছিয়ে আসে।" এক পাশাপাশি মোদি কটাক্ষের সুরে বলান, "যতই বৈঠক করুক। এই জোট কোনওভাবেই হবে না ৷ নীতীশ কুমারের জনতা দলইটাই আগামীতে থাকবে না। হয় আরজেডির সঙ্গে যুক্ত হতে হবে, না হলে সবাই চলে যাবে। নীতীশ কুমারের সমস্ত নেতা বিজেপির দরজার কাছে দাঁড়িয়ে রয়েছে। চব্বিশের লোকসভা নির্বাচনের পর দলটাই উঠে যাবে। আর এই বিরোধী জোটের বেলুনে পিন ঢুকিয়ে হাওয়া বের করেছে কংগ্রেসই।"