পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ্যে সুশাসনের অভাব, জিয়াগঞ্জ প্রসঙ্গে বললেন কেন্দ্রীয় মন্ত্রী

জিয়াগঞ্জ খুনের ঘটনায় আইন-শৃঙ্খলা প্রসঙ্গে রাজ্য সরকারকে আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের ।

অর্জুন রাম মেঘওয়াল

By

Published : Oct 11, 2019, 7:38 PM IST

Updated : Oct 11, 2019, 11:42 PM IST

শিলিগুড়ি, 11 অক্টোবর : জিয়াগঞ্জ খুনের ঘটনায় রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে কাঠগড়ায় তুললেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল । আজ শিলিগুড়িতে সরকারি কাজে এসে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি । সেখানেই জিয়াগঞ্জ প্রসঙ্গ তুলে রাজ্যের বর্তমান অবস্থাকে দায়ি করেন মন্ত্রী । বলেন, "জিয়াগঞ্জের ঘটনা অত্যন্ত নৃশংস । রাজ্যে কোনও আইনশৃঙ্খলা নেই । এখানে সুশাসন নেই, এখানে শুধুই কুশাসন চলছে ।"

দশমীর দিন জিয়াগঞ্জে অন্তঃসত্ত্বা স্ত্রী, শিশুপুত্র-সহ এক ব্যক্তিকে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা । ঘর থেকেই উদ্ধার হয় বন্ধুপ্রকাশ পাল, তাঁর স্ত্রী বিউটি পাল ও ছেলে অঙ্গন পালের রক্তাক্ত দেহ । তারপরই RSS দাবি করে, বন্ধুপ্রকাশ পাল RSS-এর সদস্য ছিলেন । বিষয়টি নিয়ে মাঠে নেমে পড়ে BJP । শাসক দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে গতকাল রাজ্য BJP দাবি করে, অষ্টমী থেকে দ্বাদশী অবধি বাংলায় আট জন সাধারণ মানুষ খুন হয়েছেন । রাজ্য প্রশাসন কোনও পদক্ষেপ করেনি ৷ BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ-সহ রাজ্য BJP-র বাকি নেতৃত্বও ঘটনার CBI তদন্তের দাবি জানায় । আজ সেই সুরে সুর মিলিয়েই ফের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে একহাত নিলেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল । ঘটনার CBI তদন্ত দাবি করেন অর্জুনও । পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ''এই ইশুতে ব্যবস্থা না নিলে BJP সর্বস্তরে প্রতিবাদ জানাবে । ''

দেখুন কী বললেন কেন্দ্রীয় মন্ত্রী

আইন-শৃঙ্খলা প্রসঙ্গে রাজ্য সরকারকে আক্রমণ করে অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, "রাজ্যে যে আইন-শৃঙ্খলা নেই সেটা তো বাবুল সুপ্রিয়র ঘটনায় বোঝা যায় । উনি একজন কেন্দ্রীয় মন্ত্রী, একটি বিশ্ববিদ্যালয় গেলেন দেখা করতে, ওঁকে ওভাবে ঘিরে রাখা হল? শেষপর্যন্ত কি না রাজ্যপালকে হস্তক্ষেপ করতে হল? এর থেকে খারাপ পরিস্থিতি আর কী হতে পারে?"

Last Updated : Oct 11, 2019, 11:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details