শিলিগুড়ি, 11 অক্টোবর : জিয়াগঞ্জ খুনের ঘটনায় রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে কাঠগড়ায় তুললেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল । আজ শিলিগুড়িতে সরকারি কাজে এসে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি । সেখানেই জিয়াগঞ্জ প্রসঙ্গ তুলে রাজ্যের বর্তমান অবস্থাকে দায়ি করেন মন্ত্রী । বলেন, "জিয়াগঞ্জের ঘটনা অত্যন্ত নৃশংস । রাজ্যে কোনও আইনশৃঙ্খলা নেই । এখানে সুশাসন নেই, এখানে শুধুই কুশাসন চলছে ।"
রাজ্যে সুশাসনের অভাব, জিয়াগঞ্জ প্রসঙ্গে বললেন কেন্দ্রীয় মন্ত্রী - Their is no law and order in West bengal, arjun ram sing on Jiyagaunj issue
জিয়াগঞ্জ খুনের ঘটনায় আইন-শৃঙ্খলা প্রসঙ্গে রাজ্য সরকারকে আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের ।
দশমীর দিন জিয়াগঞ্জে অন্তঃসত্ত্বা স্ত্রী, শিশুপুত্র-সহ এক ব্যক্তিকে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা । ঘর থেকেই উদ্ধার হয় বন্ধুপ্রকাশ পাল, তাঁর স্ত্রী বিউটি পাল ও ছেলে অঙ্গন পালের রক্তাক্ত দেহ । তারপরই RSS দাবি করে, বন্ধুপ্রকাশ পাল RSS-এর সদস্য ছিলেন । বিষয়টি নিয়ে মাঠে নেমে পড়ে BJP । শাসক দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে গতকাল রাজ্য BJP দাবি করে, অষ্টমী থেকে দ্বাদশী অবধি বাংলায় আট জন সাধারণ মানুষ খুন হয়েছেন । রাজ্য প্রশাসন কোনও পদক্ষেপ করেনি ৷ BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ-সহ রাজ্য BJP-র বাকি নেতৃত্বও ঘটনার CBI তদন্তের দাবি জানায় । আজ সেই সুরে সুর মিলিয়েই ফের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে একহাত নিলেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল । ঘটনার CBI তদন্ত দাবি করেন অর্জুনও । পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ''এই ইশুতে ব্যবস্থা না নিলে BJP সর্বস্তরে প্রতিবাদ জানাবে । ''
আইন-শৃঙ্খলা প্রসঙ্গে রাজ্য সরকারকে আক্রমণ করে অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, "রাজ্যে যে আইন-শৃঙ্খলা নেই সেটা তো বাবুল সুপ্রিয়র ঘটনায় বোঝা যায় । উনি একজন কেন্দ্রীয় মন্ত্রী, একটি বিশ্ববিদ্যালয় গেলেন দেখা করতে, ওঁকে ওভাবে ঘিরে রাখা হল? শেষপর্যন্ত কি না রাজ্যপালকে হস্তক্ষেপ করতে হল? এর থেকে খারাপ পরিস্থিতি আর কী হতে পারে?"