শিলিগুড়ি, 1 এপ্রিল : মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে ব্যস্ত সিভিক ভলান্টিয়ার। আর সেই সুযোগে তাঁর বাড়িতে ঢুকে সিঁদ কাটল চোর । বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীজোত এলাকায় । শুক্রবার সকালে বিষয়টি জানাজানি হয় ৷ লক্ষ্মীজোতের বাসিন্দা গীতা ঝা শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের প্রধাননগর থানায় নিযুক্ত একজন সিভিক ভলান্টিয়ার । তাঁর স্বামী অনিল কুমার ঝা বিএসএনএলের একজন অস্থায়ী কর্মী । বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড় সফর সেরে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দর হয়ে বিমানে কলকাতা ফেরেন ৷ সেকারণে বৃহস্পতিবার সকাল থেকেই মুখ্যমন্ত্রীর যাত্রাপথে নিরাপত্তার দায়িত্বে যোগ দেন গীতা ৷ সকালে কাজে বেরিয়ে যান তাঁর স্বামীও ৷
সেই সুযোগেই ওই সিভিক ভলান্টিয়ারের বাড়িতে হানা দেয় চোর (theft in civic volunteer house in siliguri) ৷ সন্ধ্যা 7টা নাগাদ গীতা ঝা ও তাঁর স্বামী বাড়ি ফিরে দেখেন, বাড়ির মূল দরজার তালা ভাঙ্গা ৷ ভিতরের ঘরের দরজা ভাঙা ৷ ঘরের ভিতরে প্রবেশ করতেই চক্ষুচড়ক গাছ হয়ে যায় ওই দম্পতির । দেখেন, ঘরের সমস্ত জিনিস এলোমেলোভাবে পড়ে রয়েছে । আলমারি ভাঙা । ওই দম্পতির দাবি, নগদ প্রায় দশ হাজার টাকা-সহ কিছু সোনার অলংকার সমেত প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী চুরি গিয়েছে ৷