পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Theft in School: ছুটির পর স্কুল খুলতেই অবাক কর্তৃপক্ষ ! অধিকাংশই গিয়েছে চুরি

কেটেছে পুজোবকাশ ৷ ছুটির (Puja Holiday) পর স্কুল খোলার সময় হয়েছে ৷ আর স্কুল খুলতেই চক্ষুচড়ক গাছ কর্তৃপক্ষের। ফাঁসিদেওয়ার স্কুলে চুরির পর (Theft in School) ভাঙচুর সঙ্গে রীতিমতো তাণ্ডব চালিয়েছে দুষ্কৃতীরা ৷

Darjeeling Theft
ছুটির পর স্কুল খুলতেই অবাক কর্তৃপক্ষ

By

Published : Oct 29, 2022, 10:54 PM IST

দার্জিলিং, 29 অক্টোবর:পুজোর ছুটির পর স্কুল খুলতেই চক্ষুচড়ক গাছ কর্তৃপক্ষের! ছুটিতে স্কুল বন্ধ পেয়ে চুরি গিয়েছে সমস্ত সামগ্রী। শুধু তাই নয়, চুরির পর স্কুলে রীতিমতো ভাঙচুর করে তাণ্ডব চালিয়েছে দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়ার ব্লকের কিনাজোত প্রাথমিক বিদ্যালয়ে (Primary School)।

মিড-ডে মিলের (Mid-Day Meal) চাল থেকে পড়ুয়াদের আয়রন ট্যাবলেট সমস্ত কিছুই গিয়েছে চুরি। এমত অবস্থায় কর্তৃপক্ষ কীভাবে স্কুল পরিচালনা করবে তা নিয়েই চিন্তিত কর্তৃপক্ষ ও শিক্ষকরা ৷ অন্যদিকে, স্কুলের চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শনিবার সকালে স্কুলের শিক্ষক স্কুল খুলে দেখেন সমস্ত ক্লাসরুমের তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। এমনকী স্কুলের অফিস রুম ও মিড-ডে মিলের রুমের ঘরের তালা ভাঙা (Theft at Primary School)।

অফিস রুমের ভিতরে ঢুকতেই দেখা যায় কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং আলমারিও তালা ভাঙা। আলমারির ভিতর বেশ কিছু জিনিস চুরি করে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। মিড-ডে মিলের স্টোর রুম ও রান্নাঘরে থাকা চাল, ডাল ও গ্যাসের সিলিন্ডারটুকু নিয়ে যেতে ছাড়েনি চোরেরা ৷ বিষয়টি দেখে খবর দেওয়া হয় ফাঁসিদেওয়া থানায়। সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন:আমডাঙা করুণাময়ী মন্দিরের চুরি যাওয়া গয়না কর্তৃপক্ষের হাতে তুলে দিল পুলিশ

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাপস কুমার রায় অভিযোগ করে বলেন, "দু'মাস আগেও এই স্কুলে চুরি হয়েছে। কিছুদিন বাদে বাদে যদি এইভাবে স্কুলে চুরি হয়ে থাকে তাহলে তো সমস্যায় পড়তে হবে ছাত্রছাত্রী থেকে শুরু করে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের। সমস্ত বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে।" আরেক শিক্ষক হরিপদ দাস বলেন, "পুলিশি টহলদারি যদি বাড়ানো হয় তাহলে এই চুরির ঘটনা থেকে রেহাই পাওয়া সম্ভব হতে পারে। দুষ্কৃতীরা কিছুই ছাড়েনি। সমস্ত চুরির পর রীতিমতো স্কুলে ভাঙচুর চালিয়েছে তারা।"

ABOUT THE AUTHOR

...view details