শিলিগুড়ি, 28 ফেব্রুয়ারি : মত্তদের হাতে প্রহৃত হলেন ভারতের জাতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য রিচা ঘোষের বাবা । শিলিগুড়ির সুভাষপল্লির ঘটনায় শহরে নিন্দার ঝড় উঠেছে । রিচার বাড়ির সামনে তাঁর এক আত্মীয় গাড়ি পার্ক করতে গেলে ওই মত্তদের বাধা দেয় বলে অভিযোগ ৷ তখনই রিচা ঘোষের বাবা মানবেন্দ্র ঘোষ প্রতিবাদ করলে মদ্যপরা তাঁর উপর হামলা চালায় বলে অভিযোগ ৷
মত্তদের হাতে প্রহৃত মহিলা দলের ক্রিকেটার রিচা ঘোষের বাবা - রিচা ঘোষ
মদ্যপদের হাতে প্রহৃত হলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য রিচা ঘোষের বাবা মানবেন্দ্র ঘোষ ৷ আত্মীয়ের সঙ্গে মদ্যপের বচসা থামাতে গেলে, তাঁর উপর হামলা চালায় অভিযুক্ত মদ্যপরা ৷
আরও পড়ুন : বান্ধবীর সঙ্গে ঘুরতে গিয়ে দুষ্কৃতীদের হাতে খুন যুবক
অভিযোগ, শনিবার রাতে রিচা ঘোষের বাড়ির নীচে গাড়ি পার্ক করা নিয়ে, রিচার এক আত্মীয়র সঙ্গে বচসা বাধে কিছু মত্ত যুবকদের। চিৎকার চেঁচামেচি শুনে নিচে নেমে ওই মত্তদের থামানোর চেষ্টা করেন রিচার বাবা মানবেন্দ্র ঘোষ । তিনি প্রতিবাদ জানিয়ে ওই যুবকদের সেখান থেকে চলে যেতে বলেন । কিন্তু মদ্যপ যুবকরা পালটা ওনার উপর চড়াও হয় বলে অভিযোগ । এমনকি সেখানে রিচার দিদির বান্ধবীদের একটি গাড়ি রাখা ছিল। সেই গাড়িটি ভাঙচুর করে অভিযুক্তরা । এরপরই রবিবার সকালে শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন মানবেন্দ্র ঘোষ। তাঁর অভিযোগ, সেখানে কিছু বহিরাগতরা এসে ঝামেলা করে মাঝেমধ্যেই । ঘটনার তদন্তে নেমেছে শিলিগুড়ি থানার পুলিশ।