শিলিগুড়ি,11 মার্চ : মঙ্গলবার সিকিমের কিউ খোলা এলাকায় গাড়িতে পাথর পড়ে মৃত দুই পর্যটকের দেহ আজ কলকাতায় আনা হয় । এই দুর্ঘটনায় আহত 7 জনকেও আজ বিমানে কলকাতায় আনা হয় । ময়নাতদন্তের পর আজ দুপুরে দেহ নিয়ে আসা হয় বাগডোগরা বিমানবন্দরে। মৃতের নাম ঝর্ণা সাহা ও ঋষিপ্রিয়া ঘোষ । এরপর সেখান থেকে দেহ দুটি নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হন আত্মীয়-পরিজনেরা।
সিকিমে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত দুই পর্যটকের দেহ ফেরাতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় পর্যটন দপ্তর। মৃত দুই মহিলা পর্যটকের দেহ ফিরিয়ে আনতে এবং ঘটনায় আহত সাতজনকেও ফিরিয়ে আনতে সহযোগিতা করেন স্থানীয় পর্যটন সংস্থাগুলির কর্মীরা। বিকেলে বাগডোগরা বিমানবন্দরে নিহতদের শেষ শ্রদ্ধা জানানো হয়। আজ সকালে নিহতদের দুই আত্মীয় কলকাতা থেকে শিলিগুড়িতে এসে পৌঁছান।
পর্যটকদের নিথর দেহ ফিরল কলকাতায়
সিকিমের কিউ খোলা এলাকায় গাড়িতে পাথর পড়ে মৃত দুই পর্যটকের দেহ আজ কলকাতায় আনা হল । এই দুর্ঘটনায় আহত 7 জনকেও আজ বিমানে কলকাতায় আনা হয় ।
পর্যটকদের নিথর দেহ ফিরল কলকাতায়
হিমালয়ান হসপিটালিটি ও ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক এর তরফে তন্ময় গোস্বামী জানান "পর্যটন দপ্তর , শিলিগুড়িতে আমাদের সংস্থা ছাড়াও সিকিমের একাধিক পর্যটন সংস্থার উদ্যোগে দুপুরের মধ্যেই ময়নাতদন্ত শেষ করিয়ে দেহ দুটি নিয়ে এসে কলকাতায় রওনা করিয়ে দেওয়া হয়।"