দার্জিলিং, 9 সেপ্টেম্বর : দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তকে ঘিরে বিক্ষোভ ৷ আজ তাকভারে যাওয়ার পথে বিক্ষোভে আটকে পড়েন তিনি ৷ প্রায় দু'ঘণ্টা রাস্তায় আটকে থাকেন ৷ স্থানীয় পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ ৷
আজ দার্জিলিংয়ের সাংসদ তাকভারে যাচ্ছিলেন ৷ অভিযোগ, সেই সময় প্রায় পঞ্চাশ জন মদ্যপ যুবক BJP সাংসদের গাড়ি আটকে বিক্ষোভ দেখায় । কালো পতাকা হাতে নিয়ে সাংসদের রাস্তা আটকানো হয় ৷ তাঁদের কারও কারও হাতে বিয়ারের বোতল ছিল বলেও অভিযোগ ৷ কিন্তু বিক্ষোভের কারণ জানা যায়নি ৷