পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজুকে কালো পতাকা, বিনয় গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ - Binoy Tamang

আজ দার্জিলিংয়ের সাংসদ তাকভারে যাচ্ছিলেন ৷ অভিযোগ, সেই সময় প্রায় পঞ্চাশজন যুবক সাংসদের গাড়ি আটকে বিক্ষোভ দেখায় । BJP সাংসদ রাজু বিস্তের অভিযোগ, গোর্খা জনমুক্তি মোর্চার বিনয় তামাং গোষ্ঠীর উস্কানিতে কিছু যুবক মদ খেয়ে এই কাণ্ড ঘটিয়েছে ৷ তাঁকে হেনস্থা করতেই এই কাজ করা হয়েছে ৷

রাজুকে কালো পতাকা, বিনয় গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ

By

Published : Sep 9, 2019, 4:39 PM IST

Updated : Sep 9, 2019, 6:04 PM IST

দার্জিলিং, 9 সেপ্টেম্বর : দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তকে ঘিরে বিক্ষোভ ৷ আজ তাকভারে যাওয়ার পথে বিক্ষোভে আটকে পড়েন তিনি ৷ প্রায় দু'ঘণ্টা রাস্তায় আটকে থাকেন ৷ স্থানীয় পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ ৷

আজ দার্জিলিংয়ের সাংসদ তাকভারে যাচ্ছিলেন ৷ অভিযোগ, সেই সময় প্রায় পঞ্চাশ জন মদ্যপ যুবক BJP সাংসদের গাড়ি আটকে বিক্ষোভ দেখায় । কালো পতাকা হাতে নিয়ে সাংসদের রাস্তা আটকানো হয় ৷ তাঁদের কারও কারও হাতে বিয়ারের বোতল ছিল বলেও অভিযোগ ৷ কিন্তু বিক্ষোভের কারণ জানা যায়নি ৷

সাংসদের অভিযোগ, বিনয় তামাং গোষ্ঠীর উস্কানিতে কিছু মদ্যপ যুবক এই কাণ্ড ঘটিয়েছে ৷ তাঁকে হেনস্থা করতেই এই কাজ করা হয়েছে ৷

দেখুন ভিডিয়ো

মোর্চার বিনয়পন্থী স্থানীয় নেতারা এই অভিযোগ অস্বীকার করেছেন ৷ তাঁদের দাবি, সাংসদের মন্তব্য দুর্ভাগ্যজনক ৷ তিনি নানা প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷ তা পূরণ করতে না পারায় স্থানীয়রা বিক্ষোভ দেখিয়েছে ৷

Last Updated : Sep 9, 2019, 6:04 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details