পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Minor Girl Murder Case: নাবালিকা খুনে উত্তপ্ত মাটিগাড়ায় অভিযুক্তের বাড়িতে ভাঙচুর, বনধের ডাক বিজেপির - Siliguri

Minor Girl Murder Case in Matigara: নাবালিকাকে খুনের অভিযোগের জেরে শিলিগুড়ির মাটিগাড়ায় দফায় দফায় উত্তেজনা ৷ থানা ঘেরাও করতে আসা বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ পুলিশের ৷ অভিযুক্তের বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হল ৷ আগামীকাল 12 ঘণ্টার শিলিগুড়ি বনধের ডাক বিজেপির ৷

Minor Girl Murder Case
Minor Girl Murder Case

By ETV Bharat Bangla Team

Published : Aug 23, 2023, 12:57 PM IST

Updated : Aug 23, 2023, 3:22 PM IST

নাবালিকা খুনে উত্তপ্ত মাটিগাড়ায় উত্তেজনা

শিলিগুড়ি, 23 অগস্ট: মাটিগাড়ায় স্কুল ইউনিফর্মে থাকা নাবালিকাকে খুনের ঘটনায় দফায় দফায় উত্তেজনা ছড়ালো এলাকায় । থানা ঘেরাও করে বিক্ষোভকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে উত্তেজনা ছড়ায় মাটিগাড়ায় ৷ লাঠিচার্জ করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে ৷ অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ ৷ এই ঘটনায় অভিযুক্তের ফাঁসির দাবিতে বৃহস্পতিবার 12 ঘণ্টার শিলিগুড়ি বনধ ডেকেছে বিজেপি ৷

উল্লেখ্য, মঙ্গলবার মাঝরাতে শিলিগুড়ির মাটিগাড়া থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় স্থানীয় এক স্বেচ্ছাসেবী সংস্থা ও এলাকার বাসিন্দারা । পরিস্থিতি সামাল নামানো হয় বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ । সেখানে পুলিশ আধিকারিকদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা । পরে পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ । পুলিশ লাঠিচার্জ করলে ছত্রভঙ্গ হয়ে যান বিক্ষোভকারীরা ।

আরও পড়ুন:স্কুল ইউনিফর্ম পরা নাবালিকার রক্তাক্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য শিলিগুড়িতে

অন্যদিকে অভিযোগ, খুনের ঘটনায় অভিযুক্ত মহম্মদ আব্বাসের বাড়ি ভেঙে গুড়িয়ে দেয় এলাকাবাসী । এই ঘটনায় দফায় দফায় উত্তেজনা ছড়ায় ওই এলাকায় । প্রথমে মাঝরাতে লেনিন কলোনির পালপাড়ায় থাকা অভিযুক্তের বাড়িতে হামলা চালানো হয় । সেই সময় অভিযুক্তের পরিবারের সদস্যদের মারধর করার পাশাপাশি বাড়িতে ভাঙচুর চালানো হয় । এরপর ভোরে ফের হামলা চালানো হয় । সেই সময় এলাকাবাসী অভিযুক্তের গোটা বাড়ি ভেঙে দেয় । পাশাপাশি প্রতিবেশীদেরও মারধরের অভিযোগ উঠেছে ।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ । এলাকায় চাপা উত্তেজনা থাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট । প্রতিবেশী রাজিয়া খাতুন বলেন, "মাঝরাতে 10 থেকে 12 জন এসে ঘর থেকে বের করে সবাইকে মারধর ও ভাঙচুর করতে শুরু করে । আমরা প্রতিবেশী, ঘটনার সঙ্গে কোনোভাবে জড়িত নই । আমাদেরও মারধর করা হয় ও বাড়িতে ভাঙচুর চালানো হয় ।"

আরও পড়ুন:ধর্ষণে বাধা পেয়েই নাবালিকাকে খুন, মাটিগাড়ার ঘটনায় জেরায় স্বীকার মূল অভিযুক্তের

সকালের ঘটনার পর অভিযুক্তের ফাঁসির দাবিতে শিলিগুড়িতে মিছিল বের করে বিজেপি । মিছিলটি দার্জিলিং মোড় থেকে শহরের রাজপথ পরিক্রমা করে । বৃহস্পতিবার বিজেপির তরফে 12 ঘণ্টার শিলিগুড়ি বনধ ডাকা হয়েছে ওই নাবালিকার খুনের ঘটনায় অভিযুক্তের ফাঁসির দাবিতে ।

Last Updated : Aug 23, 2023, 3:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details