শিলিগুড়ি, ১ এপ্রিল : ৩ এপ্রিল শিলিগুড়ির কাওয়াখালিতে নির্বাচনী জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সরকারি সফরসূচি অনুযায়ী বাগডোগরা বিমানবন্দরে নেমে সড়কপথে সভাস্থলে আসবেন নরেন্দ্র মোদি। যদিও BJP শিবির মোদিকে সড়কপথের বদলে বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে সভাস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। এবিষয়ে BJP নেতাদের মধ্যে আলোচনা চলছে।
প্রোটোকল মেনে সভাস্থানের পাশেই প্রধানমন্ত্রীর অস্থায়ী দপ্তর এবং গ্রিন রুম তৈরি হচ্ছে। প্রধানমন্ত্রীর জন্য গ্রিন টয়লেট আসছে। BJP কর্মকর্তারা জানান, মোদি শিলিগুড়িতে প্রাতঃরাশ করতে পারেন। সেক্ষেত্রে তাঁর জন্য দিল্লির নির্দেশিকা মেনে পছন্দের খাদ্যসামগ্রী প্রস্তুত থাকছে। নির্দেশিকা মেনে মেনুতে টক ছাড়া নিরামিষ খাবার থাকছে। মেনুতে থাকছে পনীরও।