পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Tea Workers Protest: নয়া শ্রম আইনের প্রতিবাদ, দিল্লিতে বিক্ষোভে অংশ নেবেন এ রাজ্যের চা শ্রমিকরা - নয়া শ্রম আইনের প্রতিবাদ

নয়া শ্রম আইনের প্রতিবাদে দিল্লিতে বিক্ষোভ কর্মসূচি শ্রমিকদের ৷ যোগ দেবেন এ রাজ্যের চা শ্রমিকরাও (Tea workers to protest in Delhi against New Labour Law) ৷

ETV Bharat
Tea Workers Protest

By

Published : Nov 4, 2022, 9:09 PM IST

দার্জিলিং, 4 নভেম্বর: কেন্দ্রের নয়া শ্রম আইনের প্রতিবাদে এক ছাতার তলায় এসে দিল্লিতে গিয়ে বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নিয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের শ্রমিকরা ৷ চা-শ্রমিক ছাড়াও অন্যান্য ক্ষেত্রের শ্রমিকরাও 'রাষ্ট্রপতি ভবন চলো' এই স্লোগানকে সামনে রেখে দিল্লির ওই বিক্ষোভে যোগ দেবেন বলে খবর (Tea workers to protest in Delhi against New Labour Law) ৷ এরাজ্যের দার্জিলিং, তরাই ও ডুয়ার্সের চা-শ্রমিকরা এই প্রতিবাদ কর্মসূচিতে দিল্লিতে যাবেন বলে জানা গিয়েছে ৷ আগামী 13 নভেম্বর দিল্লিতে কর্মসূচি হওয়ার কথা ৷ দেশের 15 থেকে 17টি রাজ্যের শ্রমিকরা এই প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেবেন বলে জানা গিয়েছে (Tea Workers Protest) ৷

ইতিমধ্যেই এই কর্সূচির সমর্থনে ও নরেন্দ্র মোদি সরকারের নয়া শ্রম আইনের ( New Labour Law) প্রতিবাদে দার্জিলিংয়ের বিভিন্ন জায়গায় পোস্টারিং শুরু হয়েছে ৷ জানা গিয়েছে, 'মজদুর অধিকার সংঘর্ষ অভিযান' নামক সংগঠনের ছাতার তলায় দিল্লিতে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হবে ৷ এতে যোগ দেবেন 'চা বাগান সংগ্রাম সমিতি'-এর সঙ্গে যুক্ত পাহাড়ের চা-শ্রমিকরা ৷

আরও পড়ুন:100 দিনের কাজের 28 লক্ষ জবকার্ড হোল্ডারদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা রাজ্যে

ABOUT THE AUTHOR

...view details