দার্জিলিং, ৩ ফেব্রুয়ারি: এবারের কেন্দ্রীয় বাজেট নিয়ে খুশি নয় এরাজ্যের চা-শিল্প মহল (tea industry is not happy with union budget) ৷ চা শিল্পের সঙ্গে যুক্ত উদ্যোগপতিদের দাবি, একাধিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে চা শিল্প ৷ দার্জিলিংয়ের চা শিল্পেও যার প্রভাব পড়েছে ৷ কিন্তু বাজেটে এই নিয়ে কোনও আশার আলো নির্মলা সীতারমন দেখাতে পারেননি বলেই মনে করছেন চা ব্যবসায়ীরা ৷ তাঁদের কথায়, করোনার কারণে একপ্রকার চরম সমস্যায় জর্জরিত চা শিল্প। তার উপর বন্ধ রয়েছে প্রায় দশটি চা বাগান । ফলে চা শিল্পের উন্নয়নে এবার বাজেটে অন্তত আর্থিক প্যাকেজ মিলবে বলে আশা করেছিল চা শিল্পমহল । কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বাজেটে চা শিল্পের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের কোনও উল্লেখই না থাকায় হতাশ শিল্পপতিরা ।
এই শিল্পের সঙ্গে যুক্ত উদ্যোগপতিদের দাবি, চা শ্রমিকদের জন্যও আর্থিক প্যাকেজ বা তাঁদের মানোন্নয়নের জন্য সহযোগিতা এবং কোনওরকম প্রকল্পের ঘোষণা করা হয়নি । তার উপর, দু'শতাংশ টিডিএস আছে । এছাড়াও ভারতে নেপালের চায়ের অবাধ প্রবেশ উত্তরের চা শিল্পের আরও ক্ষতি করেছে । কারণ, ভারতের চা নেপালে বিক্রি করতে গেলে 40 শতাংশ কর দিতে হয় । কিন্তু নেপালের চা ভারতে বিনামূল্যে বা কোনওরকম কর ছাড়াই ভারতে ঢুকছে । এতে ক্ষতির মুখে দার্জিলিং চা ।