পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চা শ্রমিকদের ডাকা বনধে স্তব্ধ পাহাড় - darjeeling protest news

চা বাগান শ্রমিকদের এই বনধ আজ সকাল থেকে সর্বসাধারণের বনধের আকার নিয়েছে ৷ দুর্গাপুজো উপলক্ষ্যে প্রতি বছরই বোনাস পান চা-বাগান শ্রমিকরা ৷ কিন্তু এই বছর আজ সকাল অবধিও মেলেনি তাঁদের পুজোর বোনাস ৷

darjeeling

By

Published : Oct 4, 2019, 12:11 PM IST

Updated : Oct 4, 2019, 1:04 PM IST

দার্জিলিং, 4 অক্টোবর : চা বাগান শ্রমিকদের বোনাস 20 শতাংশ হতে হবে ৷ এই দাবিতে আজ সকাল থেকে পাহাড়ে শুরু হয়েছে বনধ ৷ বন্ধ চা-বাগানগুলি ৷ বন্ধ রয়েছে দোকান-বাজারও ৷ পরিবহন ব্যবস্থাও অচল ৷ তবে 10 নম্বর জাতীয় সড়ক দিয়ে যান চলাচল হচ্ছে ।

চা বাগান শ্রমিকদের এই বনধ আজ সকাল থেকে সর্বসাধারণের বনধের আকার নিয়েছে ৷ দুর্গাপুজো উপলক্ষ্যে প্রতি বছরই বোনাস পান চা-বাগান শ্রমিকরা ৷ কিন্তু এই বছর আজ সকাল অবধিও মেলেনি তাঁদের পুজোর বোনাস ৷ 20 শতাংশ বোনাসের দাবিতে কিছুদিন ধরেই দার্জালিঙে আন্দোলন চলছিল ৷ চা বাগান মালিক পক্ষ 15 শতাংশ অবধি বোনাস দিতে রাজি হয়েছিল ৷ শ্রমিকরা তাঁদের দাবি থেকে সরেননি ৷ গতকাল সাতটি ট্রেড ইউনিয়নের 14 জন নেতা দার্জিলিঙে মোটরস্ট্যান্ডে অনশন শুরু করেন । আজ চা বাগান অফিস ও কারখানার সামনে চা শ্রমিকদের রিলে অনশন চলছে ৷

স্তব্ধ দার্জিলিং-র জনজীবন

চা শ্রমিকদের যৌথমঞ্চ জয়েন্ট ফোরামের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন দার্জিলিঙের BJP সাংসদ রাজু বিস্তা এবং মোর্চার বিনয় তামাং, বিমল গুরুং, GNLF সভাপতি মন ঘিসিং । দার্জিলিং পাহাড়ে 87টি চা বাগানের মধ্যে 4টি চা বাগান অনেকদিন বন্ধ । বাকি 83 টি চা বাগানে কাজ চলছে । ওইসব চা বাগানের লক্ষাধিক শ্রমিক ও তাদের পরিবার পুজোর বোনাসের দিকে চেয়ে রয়েছে । এখনও মেলেনি বোনাস ৷

Last Updated : Oct 4, 2019, 1:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details