পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিক্রি বাড়াতে রেশনে চা বিক্রির প্রস্তাব টি বোর্ডের - Tea in Ration

রাজস্থানের রেশনে বিক্রি করা হচ্ছে চা ৷ তাতে ভালোই সাড়া মিলছে ৷ এবার এরাজ্যে রেশনে চা বিক্রির প্রস্তাব দিল টি বোর্ড ৷

ছবিটি প্রতীকী

By

Published : Aug 12, 2019, 8:56 PM IST

শিলিগুড়ি, 12 অগাস্ট : রাজস্থান ও উত্তরপ্রদেশ যদি পারে তাহলে আমরা পারব না কেন ? CII আয়োজিত আলোচনা সভায় এসে প্রশ্নটা করেন টি বোর্ডের ডেপুটি চেয়ারম্যান অরুণ রায় ৷ রেশনে চা বিক্রির প্রস্তাব দেন ৷ হাততালি দিয়ে ডেপুটি চেয়ারম্যানের পরামর্শকে স্বাগত জানালেন চা শিল্পের সঙ্গে যুক্ত সকলেই ৷

উত্তরবঙ্গের প্রধান অর্থকরী ফসল চা ৷ দার্জিলিঙের চা পৃথিবী বিখ্যাত ৷ সেই চা-কে মানুষের কাছে আরও সহজে পৌঁছে দিতেই এই প্রস্তাব ৷ ডেপুটি চেয়ারম্যান অরুণ রায় বলেন, "আমরা ঘুম থেকে উঠে চা খাই ৷ অতিথি এলে চা খাওয়াই ৷ তাই আমাদের রাজ্যের চা-কে সকলের কাছে তুলে ধরতে টি বোর্ড চেষ্টা চালাচ্ছে ৷ রেশনে চা বিক্রি করা নিয়ে রাজ্যের সঙ্গে কথা বলবে টি বোর্ড ৷ রাজস্থানে রেশনে চা বিক্রি করে ভালো সাড়া মিলেছে ৷"

তিনি আরও বলেন, "শ্রীলঙ্কা ও মালয়েশিয়া থেকে চা এদেশে আসছে ৷ অথচ আমাদের দেশের চায়ের গুণমান ওই দেশের চায়ের থেকে অনেক ভালো ৷ তাই চা শিল্পের সঙ্গে যুক্ত প্রতিনিধিরা চেষ্টা করুন গুণগত মানের চা বিক্রি করতে ৷ তার জন্য দরকার ভালো প্যাকেজিং ৷ কিছু মানুষের মধ্যে মুনাফার লোভে খারাপ মানের চা বিক্রি করার মনোভাব আছে ৷ তা বন্ধ করতে হবে ৷"

ABOUT THE AUTHOR

...view details