শিলিগুড়ি, 30 জানুয়ারি : ফের উত্তরের পর্যটনে জোর ধাক্কা । 2 ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিল বাগডোগরা বিমানবন্দরের সমস্ত বাগডোগরা এয়ারপোর্ট ট্যাক্সি অ্যাসোসিয়েশন । আজ শিলিগুড়িতে একটি সাংবাদিক বৈঠক করে একথা জানান সিপিএম, তৃণমূল, কংগ্রেস এবং বিজেপি সহ অন্য রাজনৈতিক দল পরিচালিত 7টি গাড়িচালক ও মালিক সংগঠনের যৌথ মঞ্চ 'বাগডোগরা এয়ারপোর্ট ট্যাক্সি অ্যাসোসিয়েশন' । যদিও পর্যটন মন্ত্রী গৌতম দেব দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন ।
ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সদস্যদের ধর্মঘটের বিষয়টি প্রকাশ্যে আসতেই পর্যটন মহলে চিন্তার ছাপ পড়েছে । বিপাকে পড়তে চলেছে বাগডোগরা বিমানবন্দরে আসা পর্যটকসহ যাত্রীরাও । প্রশাসন ও রাজ্য সরকার যদি ধর্মঘটের পরেও পদক্ষেপ না নেয় তাহলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলবে, হুঁশিয়ারি দেওয়া হয়েছে 'বাগডোগরা এয়ারপোর্ট ট্যাক্সি অ্যাসোসিয়েশন'-র পক্ষ থেকে ।
সংগঠনের পক্ষ থেকে অভিযোগ উঠেছে, কোরোনাকালে রাজ্য সরকার এবং জেলা প্রশাসনের আবেদনে যাত্রী পরিষেবা বন্ধ রাখা হয়েছিল । সেই সময় কোনওরকম আয় হয়নি, গাড়ি মালিক ও চালকরা বিভিন্ন ট্যাক্স ও বিমার টাকা জমা দিতে পারেনি । আনলক পর্যায়ে যাত্রী পরিষেবা চালু হলেও বিভিন্ন ট্যাক্স ও বিমা বকেয়া থাকায় পরিবহন দপ্তর জরিমানা করছে । সেবিষয়ে একাধিকবার পরিবহন দপ্তর, পুলিশ, জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনও সুরাহা মেলেনি । এমন কী পর্যটন মন্ত্রীর সঙ্গেও দেখা করে সমস্যার কথা জানানো হয়েছে । তিনি 15 দিনের মধ্যে সমস্যা মেটানোর আশ্বাস দেন । সেই সময়ও অতিক্রান্ত হয়ে গেছে । সরকারের তরফে কোনও পদক্ষেপ না নেওয়ায় অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।