পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নমুনা সংগ্রহের সুবিধার জন্য পাহাড়ে চালু ভ্রাম্যমাণ সোয়াব সংগ্রহের শিবির - corona update from darjeeling

কোরোনা মোকাবিলায় টেস্টের সংখ্যা বাড়াতে এবার ভ্রাম্যমাণ সোয়াব সংগ্রহের শিবির পাহাড়ে ৷

darjeeling
নমুনা সংগ্রহের সুবিধার জন্য পাহাড়ে চালু ভ্রাম্যমাণ সোয়াব সংগ্রহের শিবির

By

Published : Jun 3, 2020, 7:37 AM IST

দার্জিলিং, 2 জুন : কোরোনা মোকাবিলায় পরীক্ষার সংখ্যা বাড়াতে এবার ভ্রাম্যমাণ সোয়াব সংগ্রহ শিবির পাহাড়ে। দার্জিলিংয়ের উপ মুখ্যস্বাস্থ্য আধিকারিক(তিন) সংযুক্তা লিউ জানান, "পাহাড়ের GTA এলাকায় এই শিবির আগামী সপ্তাহ থেকে শুরু হবে ।" তিনি আরও বলেন, "প্রাথমিকভাবে ঠিক হয়েছে আট জুন তাকদা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এই শিবির করা হবে। কোরোনা মোকাবিলায় এখন সিংহভাগ ব্লক ও গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রেই কোরোনা পরীক্ষার জন্য লালারস সংগ্রহ করার ব্যবস্থা রয়েছে। কিন্তু এমন অনেক জায়গা রয়েছে যেখানে বিভিন্ন সমস্যার জন্য এখনও সোয়াব পরীক্ষার ব্যবস্থা করা যায়নি। সেসব জায়গায় ভ্রাম্যমাণ সোয়াব সংগ্রহের শিবির করার পরিকল্পনা নেওয়া হয়েছে।"

ইতিমধ্যে রাজ্যে ভিন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা আসছেন ৷ বাদ পড়েনি তাকদাও ৷ তবে বর্তমানে তাকদায় একটিই অসুবিধা যে সম্ভাব্য কোরোনা আক্রান্তদের সোয়াবের নমুনা সংগ্রহ করার জন্য দার্জিলিং জেলা হাসপাতাল অথবা উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রেফার করতে হয়। ফলে সময় বেশি লেগে যায়। দেরি হয় সোয়াব টেস্টের রিপোর্ট আসতেও । আশার বিষয় , এই ভ্রাম্যমাণ সোয়াব টেস্ট চালু হয়ে গেলে এই সমস্যা অনেকটা প্রশমিত হতে পারে ।

কোরোনা আক্রান্তের সংখ্যা ক্রমশই বেড়েই চলেছে দার্জিলিঙে । পাহাড়-সমতল মিলিয়ে এই জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা অন্তত 38 জন।

ABOUT THE AUTHOR

...view details