পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Suvendu Adhikari: তৃণমূল এক অমূল্য সম্পদ হারাল, এগরা বিস্ফোরণে অভিযুক্ত ভানু বাগের মৃত্যুতে কটাক্ষ শুভেন্দুর - অভিষেক বন্দ্যোপাধ্যায়

শুক্রবার শিলিগুড়ি থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কড়া ভাষায় আক্রমণ করেন শুভেন্দু অধিকারী ৷ তাঁকে একজন স্ট্যাম্পমারা চোর বলেও কটাক্ষ করেন বিরোধী দলনেতা ৷

Etv Bharat
শুভেন্দু অধিকারী

By

Published : May 19, 2023, 7:01 PM IST

শুভেন্দু অধিকারীর বক্তব্য

দার্জিলিং, 19 মে: "মুখ্যমন্ত্রী আর তৃণমূল কংগ্রেস এক অমূল্য সম্পদ হারাল । এতে তৃণমূল কংগ্রেসের বিরাট ক্ষতি হল । মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সমবেদনা জানাই ।" পূর্ব মেদিনীপুরের এগরার বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় মূল অভিযুক্ত কৃষ্ণপদ বাগ ওরফে ভানু বাগের মৃত্যুর ঘটনায় এমনভাবেই শুক্রবার মুখ্যমন্ত্রী ও রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ করলেন বিরোধী দলনেতা । শুধু তাই নয় । তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও 'মার্কামারা চোর' বলেও কটাক্ষ করেন তিনি । শুভেন্দুর ওই মন্তব্যের পরই রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় উঠেছে ।

উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে যাওয়ার কর্মসূচি রয়েছে শুভেন্দু অধিকারীর ৷ সেখানে গত মাসে এক কিশোরীকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে ৷ এদিন ওই নির্যাতিতার পরিবার ও পুলিশের গুলিতে মৃত যুবক মৃত্যুঞ্জয় বর্মনের পরিবারের সঙ্গে দেখা করতে প্রথমে কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । আর বাগডোগরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন এগরার বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় মৃত ভানু বাগের মৃত্যুর প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী ।

কৃষ্ণপদ বাগের প্রসঙ্গে শুভেন্দু অধিকারী এদিন বলেন, "আমি দাবি করব তথ্য সংস্কৃতি বিভাগ মুখ্যমন্ত্রী ও রাজ্যের তরফে একটি শোকবার্তা প্রকাশ করুক ।" উল্লেখ্য, ওড়িশার কটকের একটি হাসপাতালে অগ্নিদগ্ধ হয়ে শুক্রবার মৃত্যু হয়েছে ভানু বাগের । ভানু বাগ তৃণমূল কংগ্রেসকে বোমা সরবরাহ করত এবং রাজ্যের পৃষ্ঠপোষকতাতেই সে বোমা বানিয়ে সাপ্লাই করত বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা ।

দুর্নীতি ও কয়লাপাচারের অভিযোগ তুলে একহাত নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও । অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচি ও কর্মসূচিতে বারেবার গোষ্ঠীকোন্দল প্রসঙ্গে বলেন, "ঠিক দিকেই এগোচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । তিহাড়ের দিকেই যাচ্ছেন । খুব বেশি আর অপেক্ষা করতে হবে না ৷" দুর্নীতি ও কয়লাপাচারের টাকা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করে তিনি বলেন,"কলকাতায় কতগুলো পার্টি অফিস হয়েছে তা কারও জানা নেই । চিংড়িঘাটায় যে পার্টি অফিস তৈরী হয়েছে তৃণমূলের তার জমি কিনেছে চার কোটি টাকায় । কোথা থেকে কত টাকা আসছে তার সব ডকুমেন্টস নিয়ে আমি লড়াই করি । একজন স্ট্যাম্পমারা চোর অভিষেক বন্দ্যোপাধ্যায় । তিনি স্ত্রী ও শ্যালিকার নামে টাকা বিদেশি অ্যাকাউন্টে রেখেছেন ।"

আরও পড়ুন:অগ্নিদগ্ধ অবস্থায় ভানু বাগ মাত্র 90 মিনিটে নিজের আধার জাল করে পালান ওড়িশায় !

ABOUT THE AUTHOR

...view details