শিলিগুড়ি, 6 অগস্ট: গত 23 জুলাই থেকে উত্তরবঙ্গ করিডর ব্যবহার করে ফের শুরু হয়েছে গরুপাচার ৷ অধিকাংশই মহিষ পাচার করা হচ্ছে ৷ আর রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য এবং উত্তরবঙ্গের আইজি-র মদতে এই বেআইনি পাচারচক্র চলছে বলে অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার জড়িত বলে অভিযোগ করেন তিনি ৷ শুভেন্দুর অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর কোম্পানি উত্তরবঙ্গ হয়ে বাংলা ও অসমের শ্রীরামপুর সীমানা দিয়ে এই গরুপাচার শুরু করেছেন ৷
পঞ্চায়েত নির্বাচন মিটতেই ফের গরুপাচারের চক্র সক্রিয় হওয়ার অভিযোগ উঠেছিল ৷ কিন্তু, রবিবার বাগডোগরা বিমানবন্দরে দাঁড়িয়ে আরও বড় বিস্ফোরণ ঘটালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি অভিযোগ করলেন ডালখোলা থেকে এই পাচারচক্র শুরু হচ্ছে ৷ সেখান থেকে 39-45 ফুট দৈর্ঘ্যের কন্টেনারে করে গরু ও মহিষ বাংলা-অসম সীমানা দিয়ে বাংলাদেশে পাচার করার অভিযোগ করলেন শুভেন্দু ৷ আর এই পাচারের মোটা অংকের টাকা হাওয়ালা মারফত প্রতীক দেওয়ান নামে এক ব্যক্তি পাঞ্জিপাড়ায় হরিশ নামে এক ব্যক্তির কাছে পাঠাচ্ছে ৷ সেখান থেকে টাকার বড় অংশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যাচ্ছে বলে অভিযোগ বিরোধী দলনেতার ৷
আরও পড়ুন:গরুপাচার মামলায় ফের তৎপর সিবিআই, অনুব্রত-ঘনিষ্ঠ বিদ্যুৎবরণকে জিজ্ঞাসাবাদ