শিলিগুড়ি, ৩১ অগস্ট: "মুখ্যমন্ত্রী এবার রবীন্দ্রসঙ্গীত লিখবেন ৷ আমরা তার অপেক্ষা করছি ৷" এভাবেই মমতা তীব্র বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ বুধবার উত্তরবঙ্গ সফরে এসেছেন তিনি ৷ 5 সেপ্টেম্বর ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ৷ সেই প্রচার সেরে রাতে শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির দলীয় কার্যালয়ে রাখীবন্ধন উৎসবে যোগ দেন বিজেপি সাংসদ ৷ পাশাপাশি বিজেপি নেতার দাবি মমতাকে দেখলে তাঁর কপিল শর্মা শোয়ের কথা মনে পড়ে যায়।
আর সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে একহাত নেন মুখ্যমন্ত্রীকে ৷ এদিন তিনি বলেন, "আমাদের কপিল শর্মা শো বন্ধ কিনা, জানি না ৷ ওই শো তো দেখার সময় হয় না ৷ মুখ্যমন্ত্রীকে দেখে কপিল শর্মা শোয়ের কথা মনে পড়ে যায় ৷" পাশাপাশি এদিন শিলিগুড়িতে ক্রমবর্ধমান অপরাধ ও নারী নির্যাতন থেকে ধর্ষণের ঘটনায় শিলিগুড়ির পুলিশ কমিশনার থেকে পুলিশ প্রশাসনকে তুলোধুনো করেন তিনি ৷ অন্যদিকে, রাজনৈতিক মহল মনে করছে শিলিগুড়ি জেলা বিজেপির মধ্যে যে অর্ন্তদ্বন্দ্ব তৈরি হয়েছে তা মেটানোও এই সফরের লক্ষ্য।
বুধবার শিলিগুড়িতে দলীয় কার্যালয়ে বসে বিক্ষুব্ধ নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করে সমস্যা সমাধানের চেষ্টা করেন সুকান্ত ৷ দলীয় সূত্রে জানা গিয়েছে, তাঁকে সামনে পেয়ে বিক্ষুব্ধ নেতাকর্মীরা শীর্ষ নেতাদের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ৷ সমস্যা মেটানোর আশ্বাস দেওয়ার পাশাপাশি সবাইকে একসঙ্গে কাজ করারও নির্দেশ দিয়েছেন রাজ্য সভাপতি ৷