পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sukanta Slams Mamata: মুখ্যমন্ত্রীকে দেখলে কপিল শর্মার শোয়ের কথা মনে পড়ে যায়, কটাক্ষ সুকান্তর

শিলিগুড়িতে বিজেপির দলীয় কার্যালয়ে গিয়েছিলেন দলের রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷ সেখানে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন তিনি ৷ পাশাপাশি উত্তরবঙ্গে একের পর এক নারী নির্যাতনের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন রাজ্য সভাপতি।

ETV Bharat
মমতা বন্দ্যোপাধ্যায় ও সুকান্ত মজুমদার

By ETV Bharat Bangla Team

Published : Aug 31, 2023, 9:24 AM IST

শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

শিলিগুড়ি, ৩১ অগস্ট: "মুখ্যমন্ত্রী এবার রবীন্দ্রসঙ্গীত লিখবেন ৷ আমরা তার অপেক্ষা করছি ৷" এভাবেই মমতা তীব্র বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ বুধবার উত্তরবঙ্গ সফরে এসেছেন তিনি ৷ 5 সেপ্টেম্বর ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ৷ সেই প্রচার সেরে রাতে শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির দলীয় কার্যালয়ে রাখীবন্ধন উৎসবে যোগ দেন বিজেপি সাংসদ ৷ পাশাপাশি বিজেপি নেতার দাবি মমতাকে দেখলে তাঁর কপিল শর্মা শোয়ের কথা মনে পড়ে যায়।

আর সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে একহাত নেন মুখ্যমন্ত্রীকে ৷ এদিন তিনি বলেন, "আমাদের কপিল শর্মা শো বন্ধ কিনা, জানি না ৷ ওই শো তো দেখার সময় হয় না ৷ মুখ্যমন্ত্রীকে দেখে কপিল শর্মা শোয়ের কথা মনে পড়ে যায় ৷" পাশাপাশি এদিন শিলিগুড়িতে ক্রমবর্ধমান অপরাধ ও নারী নির্যাতন থেকে ধর্ষণের ঘটনায় শিলিগুড়ির পুলিশ কমিশনার থেকে পুলিশ প্রশাসনকে তুলোধুনো করেন তিনি ৷ অন্যদিকে, রাজনৈতিক মহল মনে করছে শিলিগুড়ি জেলা বিজেপির মধ্যে যে অর্ন্তদ্বন্দ্ব তৈরি হয়েছে তা মেটানোও এই সফরের লক্ষ্য।

বুধবার শিলিগুড়িতে দলীয় কার্যালয়ে বসে বিক্ষুব্ধ নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করে সমস্যা সমাধানের চেষ্টা করেন সুকান্ত ৷ দলীয় সূত্রে জানা গিয়েছে, তাঁকে সামনে পেয়ে বিক্ষুব্ধ নেতাকর্মীরা শীর্ষ নেতাদের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ৷ সমস্যা মেটানোর আশ্বাস দেওয়ার পাশাপাশি সবাইকে একসঙ্গে কাজ করারও নির্দেশ দিয়েছেন রাজ্য সভাপতি ৷

প্রসঙ্গত, শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির নতুন সভাপতি হয়েছেন অরুণ মণ্ডল ৷ এরপর থেকেই দলের মধ্যে কোন্দল শুরু হয় বলে মনে দাবি রাজনৈতিক মহলের ৷ তৈরি হয়েছে আদি ও নব্যের মধ্যে সংঘাতও ৷ 24 অগস্ট থেকে দলের একের পর এক কর্মী, নেতারা ইস্তফা দিচ্ছিলেন ৷ মহিলা মোর্চা, যুব মোর্চার নেতাদের সঙ্গে শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক পদ থেকে ইস্তফা দেন ফাঁসিদেওয়ার বিধায়ক দুর্গা মুর্মুও ৷

আরও পড়ুন: ছাত্র রাজনীতি থেকে দুর্নীতি পাঠ নেয় তৃণমূলের নেতারা, কটাক্ষ সুকান্তর

পদত্যাগের সংখ্যা প্রায় পঞ্চাশে পৌঁছে গিয়েছিল ৷ গণ্ডগোলের বার্তা যায় রাজ্য নেতৃত্বের কাছে ৷ ধূপগুড়ি উপনির্বাচনের প্রচারে এসে বিজেপির রাজ্য সভাপতি শিলিগুড়ির নেতাদের নিয়ে বৈঠকে বসেন ৷ সুকান্ত মজুমদার বলেন, "সংসারে থাকলে ঠোকাঠুকি লাগতেই পারে ৷ বিজেপিও একটি সংসার ৷ সেখানেও ভুল বোঝাবুঝি হয়েছিল ৷ আমি সকলের সঙ্গে কথা বলেছি ৷"

ABOUT THE AUTHOR

...view details