পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sukanta Majumdar: অনন্ত মহারাজের উলটো সুর সুকান্তের গলায়, ওড়ালেন বঙ্গভঙ্গের সম্ভাবনা - শিলিগুড়ি

বিজেপি-এর নেতা ও জনপ্রতিনিধিরা বারবার বঙ্গভঙ্গের পক্ষে সওয়াল করলেও উলটো সুর শোনা গেল দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) গলায় ৷ এর আগে গ্রেটার নেতা অনন্ত মহারাজ (Ananta Maharaj) দাবি করেছিলেন, উত্তরবঙ্গকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল (Division of Bengal) হিসাবে প্রতিষ্ঠা করা এখন নাকি শুধুই সময়ের অপেক্ষা ! শনিবার সেই দাবি উড়িয়ে দেন সুকান্ত ৷ এই প্রসঙ্গে কী বলেন তিনি ?

Sukanta Majumdar declines the claim of Ananta Maharaj regarding Division of Bengal
Sukanta Majumdar: অনন্ত মহারাজের উলটো সুর সুকান্তের গলায়, ওড়ালেন বঙ্গভঙ্গের সম্ভাবনা

By

Published : Nov 5, 2022, 2:46 PM IST

Updated : Nov 5, 2022, 3:26 PM IST

শিলিগুড়ি, 5 নভেম্বর:গ্রেটার নেতা অনন্ত মহারাজের (Ananta Maharaj) উত্তরবঙ্গকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে (Division of Bengal) পরিণত করার দাবি খারিজ করে দিলেন বিজেপি-এর রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ৷ শুক্রবার রাতে বালুরঘাট থেকে শিলিগুড়ি পৌঁছন সুকান্ত ৷ রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে শনিবার সকালে পাহাড়ের উদ্দেশে রওনা দেন তিনি ৷ তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত বলেন, "অনন্ত মহারাজ কী বলেছেন, কেন বলেছেন, তার জবাব অনন্ত মহারাজই দিতে পারবেন ৷ অনন্ত মহারাজ কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব নন ৷ তিনি উত্তরবঙ্গের একজন সামাজিক এবং ধর্মীয় নেতা ৷ তবে, কেন্দ্রীয় সরকারের তরফে আমাদের কাছে এখনও পর্যন্ত এই বিষয়ে (উত্তরবঙ্গকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলের স্বীকৃতি দেওয়া সংক্রান্ত) কোনও নির্দেশ আসেনি ৷"

প্রসঙ্গত, শুক্রবারই অনন্ত মহারাজ দাবি করেছিলেন, বাংলা ভাগ নাকি হয়ে গিয়েছে ! উত্তরবঙ্গকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চ হিসাবে ঘোষণা করা এখন শুধুই সময়ের অপেক্ষা বলেও দাবি করেন তিনি ৷ উল্লেখ্য, কোচবিহারের সাংসদ তথা স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে 'সৌজন্য সাক্ষাৎ' সারার পরই একথা বলেছিলেন অনন্ত ৷ যা নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয় ৷ কিন্তু, এই বিষয়ে নিশীথ প্রামাণিক কোনও রা কাড়েননি ৷ যদিও অতীতে নিশীথকেও বাংলা ভাগের পক্ষে সওয়াল করতে শোনা গিয়েছে ৷ অন্যদিকে, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, তাঁদের দল প্রয়োজনে রক্ত দিয়ে বঙ্গভঙ্গ আটকাবে ৷

অনন্ত মহারাজের দাবি ওড়ালেন সুকান্ত মজুমদার ৷

আরও পড়ুন:উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করবে সরকার, নিশীথের সঙ্গে সাক্ষাতের পর ফের বিস্ফোরক অনন্ত মহারাজ

এদিন সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে একের পর এক ইস্যুতে রাজ্য সরকারের সমালোচনায় সরব হন সুকান্ত ৷ রাজ্য়ের ডেঙ্গি পরিস্থিতি থেকে শুরু করে সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে টালবাহানা, সবকিছুর জন্যই রাজ্যকে তুলোধনা করেন তিনি ৷ ডেঙ্গি প্রসঙ্গে সুকান্ত যেমন বলেন, "অপদার্থ রাজ্য সরকার ৷ ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 50 হাজার পার হয়ে গিয়েছে ৷ তারপরও বড় বড় কথা বলছে ৷ উত্তরপ্রদেশকে দেখে শেখা উচিত, তারা কীভাবে সমস্যার সমাধান করেছে ৷" রাজ্য সরকার ডেঙ্গিতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা নিয়ে তথ্য গোপন করছে বলেও অভিযোগ করেন সুকান্ত ৷

এর পাশাপাশি, রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটানো নিয়ে যে দীর্ঘ আইনি টানাপোড়েন চলছে, তা নিয়েও সরব হন বিজেপি-এর রাজ্য সভাপতি ৷ তিনি বলেন, "রাজ্য সরকার দেউলিয়া হয়ে গিয়েছে ৷ 6 লক্ষ কোটি টাকা ঋণ রয়েছে ৷ তার উপর আবার কেন্দ্রের কাছে 10 হাজার কোটি টাকা ভিক্ষা চেয়েছে ৷ অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন বন্ধ হয়ে যাচ্ছে ৷ কেন্দ্রীয় সরকার যে পরিমাণ ডিএ দেয়, রাজ্যেরও সমপরিমাণ ডিএ দেওয়া উচিত ৷" যদিও এরপরই সুকান্ত বলেন, "রাজ্যের কাছে টাকা নেই বলে তো মনে হয় না ৷ মুখ্যমন্ত্রী রাজ্যপালের আমন্ত্রণে চেন্নাই ছুটে যাচ্ছেন ৷ রাজ্যে মেলা, খেলা সব হচ্ছে ৷ কোথাও যে টাকার অভাব রয়েছে, তা মনে হচ্ছে না ৷ প্রশাসনিক বৈঠকের নামে রাজনৈতিক বৈঠক করছেন ৷ তখনও তো টাকার অভাব থাকে না ৷ কিন্তু ডিএ দেওয়ার সময় অভাব চলে আসে !"

Last Updated : Nov 5, 2022, 3:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details