শিলিগুড়ি, 21 সেপ্টেম্বর: "মোদি শরণম গচ্ছামি হলে বেঁচে যাবেন বলে ভাবছেন মুখ্যমন্ত্রী । কোনও চান্স নেই । বাঁচবেন না ।" বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রধানমন্ত্রীকে (PM Narendra Modi) দেওয়া ক্লিনচিট নিয়ে এভাবেই মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ।
বুধবার কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছন বিজেপির রাজ্য সভাপতি (BJP state president) । বিমানবন্দর থেকে সরাসরি সড়ক পথে জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি । আর যাওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয়ে ক্ষোভ উগরে দেন সুকান্ত মজুমদার । সম্প্রতি বিধানসভায় মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলির নিয়ে বক্তব্য রাখার সময় বিজেপিকে খারাপ বললেও প্রধানমন্ত্রীকে ভালো বলেন । আর তা নিয়েই এদিন সুকান্ত বলেন, "এখন মোদির স্মরণে গিয়ে মুখ্যমন্ত্রী বাঁচার চেষ্টা করছেন । কিন্তু তাতে লাভ হবে না ।"
শিলিগুড়ি পৌঁছন বিজেপির রাজ্য সভাপতি পাশাপাশি এদিন কুড়মি সমাজের রেল অবরোধ নিয়েও রাজ্য সরকারকে একহাত নেন সুকান্ত । তিনি বলেন, "প্রশাসনের কোনও হেলদোল নেই । সাধারণ মানুষের কোথায় কোন অসুবিধা হচ্ছে তাতে তাদের কোনও যায় আসে না। প্রশাসনের চিন্তা হচ্ছে পরিবারের কোনও ক্ষতি হচ্ছে কি না সেটা দেখা । নিজের পরিবার দুধে ভাতে থাকলেই হবে । আমার আপনার পরিবার না থাকলে তাদের কিছু যায় আসে না ।"
অন্যদিকে, উত্তরবঙ্গে কৃষক আন্দোলণের প্রশিক্ষণ শুরু করছে বঙ্গ বিজেপির কিষাণ মোর্চা (Kisan Morcha) । উত্তরের কৃষকের সঙ্গে সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে এই ধরনের প্রশিক্ষণ হয়ে থাকে বলে জানান তিনি । তবে এদিন এসএসসি দুর্নীতি ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যর গ্রেফতারি নিয়েও রাজ্য সরকারকে একহাত নেন সুকান্ত মজুমদার । তিনি বলেন,"উপাচার্যের গ্রেফতারি লজ্জাজনক বিষয় । মুখ্যমন্ত্রীর তাও লজ্জা নেই । উত্তরবঙ্গের মানুষের হাসপাতাল ছিল না, টাকা ছিল না কিন্তু আত্মসম্মান ছিল, মানসম্মানটা ছিল । কিন্তু পরেশ অধিকারী আর সুবীরেশ ভট্টাচার্য এই দুজনের জন্য উত্তরবঙ্গের মানুষের মানসম্মানটাও গেল । যে গ্রেফতার হয়ে গিয়েছেন তাঁকে উপাচার্য রাখা মানে উত্তরবঙ্গের মানুষকে অপমান করা । রাজ্য চাইলে বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি নিয়ে কেন্দ্র তদন্ত করতেই পারে ।"
আরও পড়ুন:ইডি-সিবিআইয়ের অভিযানের পিছনে মোদির মদত ! বিশ্বাস করেন না মমতা
শিলিগুড়ির ডেঙ্গি পরিস্থিতি নিয়েও রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীকে দায়ী করেন সুকান্ত । তিনি বলেন, "রাজ্যের আর কোনও ভূমিকা নেই । আর কয়েকদিন পর রাজ্য সরকার জানাবে ডেঙ্গিও লেখা যাবে না । অন্যকিছু লিখতে হবে । আর এটাই বরাবর করেন মুখ্যমন্ত্রী । আর সেটাতেই মমতা পারদর্শী ।"
আরও পড়ুন:শিলিগুড়িতে ডেঙ্গিতে মৃত্যু তিন বছরের শিশুর