পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সামাজিক দূরত্ব অমান্য করে উপচে পড়ছে ভিড়, মদের দোকান বন্ধের দাবি SUCI-র - শিলিগুড়িতে এস ইউ সি আই-র বিক্ষোভ

মদের দোকানে ভিড় জমাচ্ছেন ক্রেতারা । তাই মদের দোকান অবিলম্বে বন্ধ করার দাবিতে শিলিগুড়ি থানায় বিক্ষোভ দেখাল SUCI ।

SUCI in Siliguri
শিলিগুড়িতে এস ইউ সি আই-র বিক্ষোভ

By

Published : May 6, 2020, 3:17 PM IST

শিলিগুড়ি, 6 মে : তৃতীয় দফায় লকডাউন শুরু হলেও মিলেছে মদের দোকান খোলার অনুমতি । ফলে, মদের দোকানে ভিড় জমাচ্ছেন ক্রেতারা । এই পরিস্থিতিতে মদের দোকান অবিলম্বে বন্ধ করার দাবিতে শিলিগুড়ি থানার সামনে বিক্ষোভ দেখাল SUCI ।

লকডাউন শুরু হওয়ার পর থেকেই বন্ধ ছিল মদের দোকান । তবে, তৃতীয় দফায় লকডাউন বাড়ানোর পর শর্তসাপেক্ষে মদের দোকান খোলার অনুমতি দিয়েছে রাজ্য । প্রতিদিন দুপুর 3 টে থেকে সন্ধ্যে 6 টা পর্যন্ত খোলা থাকছে মদের দোকান ।

শিলিগুড়িতেও একাধিক এলাকায় খুলেছে মদের দোকান । দীর্ঘ 40 দিন পর মদের দোকান খোলায় একপ্রকার আনন্দে আত্মহারা মদ্যপায়ীরা । তাই মদের দোকান খুলতেই ভিড় করছেন । মানছেন না সামাজিক দূরত্ব । ফলে তৈরি হচ্ছে কোরোনা সংক্রমণের আশঙ্কা । তাই আজ মদের দোকান বন্ধ রাখার দাবিতে প্রথমে সামাজিক দূরত্ব বজায় রেখে মিছিল করে শিলিগুড়ি থানায় যায় SUCI । সেখানে নিজেদের দাবি জানিয়ে স্মারকলিপি জমা দেয় ।

SUCI-র জেলা সম্পাদাক গৌতম ভট্টচার্য বলেন, "মানুষ খেতে পাচ্ছে না । অথচ মদের দোকানে লম্বা লাইন । আশ্চর্য পরিস্থিতি । আমরা রেড জ়োনে রয়েছি । অথচ সামাজিক দূরত্ব না মেনে প্রতিদিন মদের দোকানে ভিড় জমছে । এই পরিস্থিতিতে মদের দোকান বন্ধ রাখার দাবি জানাচ্ছি আমরা ।"

ABOUT THE AUTHOR

...view details