শিলিগুড়ি, 14 নভেম্বর: ফি বৃদ্ধির প্রতিবাদে পড়ুয়াদের বিক্ষোভকে (Students Agitation) ঘিরে উত্তাল হয়ে উঠল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় চত্বর (North Bengal University)। বিক্ষোভের মাঝেই হাতাহাতি ও পরে মারামারিতে জড়ালেন পড়ুয়ারা ৷ এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় বিশ্ববিদ্যালয় চত্বরে । উত্তেজনা চলাকালীন পাহাড় থেকে মাইগ্রেশন নিতে আসা এক ছাত্রী ও তাঁর দাদার সঙ্গে প্রথমে বচসা ও পরে হাতাহাতিতে জড়িয়ে পড়েন আন্দোলনরত ছাত্রছাত্রীরা (Students protest against fee hike)।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ 18 বছর পর চলতি সপ্তাহে মাইগ্রেশন ফি 500 টাকার পরিবর্তে এ দিন থেকে এক হাজার টাকা ধার্য করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । কিন্তু অভিযোগ, ছাত্রছাত্রীদের বর্ধিত ফিয়ের কথা জানা ছিল না । স্বাভাবিকভাবেই আচমকা বর্ধিত ফির নোটিশ দেখতে পেয়ে উত্তেজিত হয়ে পড়েন তাঁরা । প্রথমে বিশ্ববিদ্যালয়ের মূল রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় । পরে পড়ুয়ারা ক্ষোভে ডেপুটি রেজিস্ট্রারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন । সেই সময় মাইগ্রেশন বিভাগ থেকে বেরিয়ে বর্ধিত ফ্রি দিয়ে মাইগ্রেশন সার্টিফিকেট নিয়ে যেতে গিয়েছিলেন পাহাড়ের এক ছাত্রী ও তাঁর দাদা । ওই ছাত্রীটি ও তাঁর দাদা আন্দোলনকারীদের গায়ে হাত তোলেন বলে অভিযোগ ।