শিলিগুড়ি, 21 ফেব্রুয়ারি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুষ্ঠানের বিরিয়ানি (Biryani Blooper at Mamata Event) খেয়ে অসুস্থ হয়ে পড়ল বেশ কয়েকজন পড়ুয়া । এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়িতে । ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মেয়র গৌতম দেব ।
পড়ুয়াদের মধ্যাহ্নভোজের জন্য বিরিয়ানি: মঙ্গলবার শিলিগুড়িতে সরকারি প্রকল্পের অনুষ্ঠানে উপস্থিত থাকা পড়ুয়াদের মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee at Siliguri) সভাস্থল থেকে সবুজ সাথী সাইকেল দেওয়া হবে । তাই পড়ুয়াদের মধ্যাহ্নভোজের জন্য বিরিয়ানি খাওয়ানোর ব্যবস্থা করেছিল রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর ৷ অভিযোগ, সেই বিরিয়ানি টক, পচা ও খাওয়ার অযোগ্য ছিল । বিরিয়ানি খেয়ে রীতিমতো বমি করতে শুরু করে কয়েকজন পড়ুয়া । এই ঘটনায় অভিভাবক থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা বেজায় ক্ষুব্ধ ।
বিরিয়ানি খাওয়ার অযোগ্য ও পচা: শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী সভাস্থল থেকে 1040 জন পড়ুয়াকে সবুজ সাথী সাইকেল প্রদান করেন । তাই পড়ুয়াদের জন্য অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের তরফে 1,250 প্যাকেট বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছিল । কিন্তু অভিযোগ, সেই বিরিয়ানি খাওয়ার অযোগ্য ও পচা । আর তা খেয়েই অসুস্থ হয়ে পড়ে কয়েকজন পড়ুয়া । তৎক্ষণাৎ সমস্ত বিরিয়ানির প্যাকেট ফেলে দেয় পড়ুয়ারা ।