শিলিগুড়ি, 12 মে: শিলিগুড়ি পলিটেকনিক কলেজে এবিভিপির ডাকা ছাত্র ধর্মঘট ঘিরে ধুন্ধুমার কাণ্ড বাঁধল । মারামারিতে জড়ালেন তৃণমূল ছাত্র পরিষদ ও এবিভিপির কর্মী সমর্থকরা । এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায় । মারামারির ঘটনায় আহত হয়েছেন এবিভিপির দুজন কর্মী । পরিস্থিতি সামাল দিতে নামানো হয় বিশাল পুলিশ বাহিনী ও উইনার্স টিম । গোটা এলাকায় দিনভর চাপা উত্তেজনা বজায় থাকায় মোতায়েন রাখা হয়েছে পুলিশ পিকেট ।
জানা গিয়েছে, বৃহস্পতিবার শিলিগুড়ি পলিটেকনিক কলেজের কিছু সমস্যা নিয়ে কলেজের অধ্যক্ষকে স্মারকলিপি প্রদান কর্মসূচি ছিল টিএমসিপি ও এবিভিপির । দুপক্ষই স্মারকলিপি দিতে গেলে প্রথমে তাঁদের মধ্যে বচসা ও পরে মারামারি হয় । টিএমসিপির কর্মী সমর্থকদের বিরুদ্ধে এবিভিপির কর্মীদের মারধরের অভিযোগ ওঠে । ওই ঘটনার প্রতিবাদে শুক্রবার শিলিগুড়ি পলিটেকনিক কলেজে 12 ঘণ্টার ছাত্র ধর্মঘটের ডাক দেয় এবিভিপি ।
এ দিন সকাল থেকেই কলেজের গেট বন্ধ করে, পতাকা লাগিয়ে পিকেটিং শুরু করে এবিভিপি । এরপর পালটা বনধের প্রতিবাদ জানিয়ে কলেজের সামনে স্লোগান তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন টিএমসিপির কর্মী সমর্থকরা । প্রথমে দু'পক্ষই বচসা ও হাতাহাতিতে জড়ায় । কিন্তু সেই সময় মোতায়েন থাকা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । এরপর শিলিগুড়ি থানার পুলিশ দুপক্ষকেই কলেজ গেট থেকে দূরে সরিয়ে দেয় ।