পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Vande Bharat Express: সোমের পর মঙ্গলে ফের বন্দে ভারতকে লক্ষ্য করে পাথর, ভাঙল জানলার কাঁচ - ফের হামলা বাংলার বন্দে ভারত এক্সপ্রেসে

ফের হামলা বাংলার বন্দে ভারত এক্সপ্রেসে ৷ সোমবারের পর মঙ্গলবার ফের পাথর ছোড়া হয় এই ট্রেনটিকে লক্ষ্য করে (Stone pelted at Vande Bharat Express again in West Bengal) ৷

ETV Bharat
ফের পাথর ছোড়া হল বন্দে ভারতকে লক্ষ্য করে

By

Published : Jan 3, 2023, 10:23 PM IST

Updated : Jan 3, 2023, 11:00 PM IST

ফের পাথর ছোড়া হল বন্দে ভারতকে লক্ষ্য করে, ভেঙেছে জানলার কাঁচ

শিলিগুড়ি, 3 জানুয়ারি: ফের হামলা বাংলার বন্দে ভারত এক্সপ্রেসে ৷ সোমবারের পর মঙ্গলবার ফের পাথর ছোড়া হয় এই ট্রেনটিকে লক্ষ্য করে (Stone pelted at Vande Bharat Express again in West Bengal) ৷ অভিযোগ, এদিন নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢোকার মুখে হাওড়া-এনজেপি বন্দে ভারতের (Howrah-NJP Vande Bharat Express) সি-3 ও সি-6 কামরা লক্ষ্য করে ওই পাথর ছোড়া হয় ৷ এর ফলে একটি দরজা ও দুটি জানলার কাঁচ ভেঙে যায় ৷ উল্লেখ্য, সোমবারও ঠিক একই কায়দায় এনজেপি থেকে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেসকে (Vande Bharat Express) লক্ষ্য করে কুমারগ্রামের কাছে পাথর ছোড়া হয়েছিল ৷

রেল সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর 1টা 20 মিনিট নাগাদ যখন ট্রেনটি নিউ জলপাইগুড়ি স্টেশনের দিকে যাচ্ছিল, সেই সময় এনজেপি ইয়ার্ডের কাছে বাইরে থেকে দুষ্কৃতীরা ওই দুই কামরায় পাথর ছোড়ে ৷ তাতেই সি-3 ও সি-6 নম্বর কামরার জানলার কাঁচ ক্ষতিগ্রস্ত হয়৷ নিউ জলপাইগুড়ি স্টেশনে রেলের আধিকারিকরাও সেই আঘাত পরীক্ষা করেন ৷ তারপর দ্রুততার সঙ্গে ক্ষতিগ্রস্ত কাঁচগুলি পরিবর্তন করে ট্রেনটি নির্ধারিত সময়ে হাওড়া অভিমুখে রওনা হয় ৷ তবে এই ঘটনার কড়া সমালোচনা করেন বঙ্গ বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য ৷ টুইটারে রাজ্য সরকারকে একহাত নেন তিনি ৷

আরও পড়ুন: বন্দে ভারতকে লক্ষ্য করে ছোড়া হল পাথর, ক্ষতিগ্রস্ত কাঁচের দরজা

এই বিষয়ে রেলের কাটিহার ডিভিশনের নিরাপত্তা আধিকারিক কমল সিং বলেন, “বন্দে ভারত এক্সপ্রেস এদিন এনজেপি স্টেশনে ঢোকার মুখে এই ঘটনা ঘটেছে ৷ বাইরে থেকে কেউ বা কারা ট্রেনের দিকে পাথর ছোড়ে৷ তাতে দুটি কামরার জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ গোটা বিষয়টি আমরা তদন্ত করে দেখছি ৷ প্রয়োজনে স্থানীয় থানাতেও অভিযোগ দায়ের করা হবে ৷”

উল্লেখ্য, সোমবারও দুষ্কৃতীদের আক্রমণের মুখে পড়ে দেশের সবচেয়ে গতিসম্পন্ন ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস ৷ গতকাল সন্ধেয় মালদার কুমারগঞ্জ স্টেশনের কাছে এনজেপি থেকে হাওড়াগামী 22302 নম্বর বন্দে ভারত ট্রেনকে লক্ষ্য করে পাথর ছোড়ে দুষ্কৃতীরা ৷ তাতে 13 নম্বর কামরার দরজার কাণচ ক্ষতিগ্রস্ত হয় ৷ সেই ঘটনায় রেলের তরফে সামসী আরপিএফ পোস্টে অভিযোগ দায়ের করা হয়৷ অভিযোগের ভিত্তিতে রেলওয়ে অ্যাক্টের 154 ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স ৷ তবে এখনও পর্যন্ত দুষ্কৃতীদের চিহ্নিত করা যায়নি ৷

Last Updated : Jan 3, 2023, 11:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details