শিলিগুড়ি, 3 জানুয়ারি: ফের হামলা বাংলার বন্দে ভারত এক্সপ্রেসে ৷ সোমবারের পর মঙ্গলবার ফের পাথর ছোড়া হয় এই ট্রেনটিকে লক্ষ্য করে (Stone pelted at Vande Bharat Express again in West Bengal) ৷ অভিযোগ, এদিন নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢোকার মুখে হাওড়া-এনজেপি বন্দে ভারতের (Howrah-NJP Vande Bharat Express) সি-3 ও সি-6 কামরা লক্ষ্য করে ওই পাথর ছোড়া হয় ৷ এর ফলে একটি দরজা ও দুটি জানলার কাঁচ ভেঙে যায় ৷ উল্লেখ্য, সোমবারও ঠিক একই কায়দায় এনজেপি থেকে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেসকে (Vande Bharat Express) লক্ষ্য করে কুমারগ্রামের কাছে পাথর ছোড়া হয়েছিল ৷
রেল সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর 1টা 20 মিনিট নাগাদ যখন ট্রেনটি নিউ জলপাইগুড়ি স্টেশনের দিকে যাচ্ছিল, সেই সময় এনজেপি ইয়ার্ডের কাছে বাইরে থেকে দুষ্কৃতীরা ওই দুই কামরায় পাথর ছোড়ে ৷ তাতেই সি-3 ও সি-6 নম্বর কামরার জানলার কাঁচ ক্ষতিগ্রস্ত হয়৷ নিউ জলপাইগুড়ি স্টেশনে রেলের আধিকারিকরাও সেই আঘাত পরীক্ষা করেন ৷ তারপর দ্রুততার সঙ্গে ক্ষতিগ্রস্ত কাঁচগুলি পরিবর্তন করে ট্রেনটি নির্ধারিত সময়ে হাওড়া অভিমুখে রওনা হয় ৷ তবে এই ঘটনার কড়া সমালোচনা করেন বঙ্গ বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য ৷ টুইটারে রাজ্য সরকারকে একহাত নেন তিনি ৷