পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Burma Teak : এসটিএফের বড়সড় সাফল্য ! 60 লক্ষ টাকার বার্মাটিক কাঠ-সহ গ্রেফতার 2 - বার্মাটিক কাঠ

এসটিএফ ও কার্শিয়াং বন বিভাগের যৌথ অভিযানে উদ্ধার হল বহুমূল্য বার্মাটিক কাঠ ৷ উদ্ধার হওয়া কাঠের বাজারদর প্রায় 60 লক্ষ টাকা ৷ ঘটনায় গ্রেফতার 2 পাচারকারী ৷

Etv Bharat
60 লক্ষ টাকার বার্মাটিক কাঠ উদ্ধার

By

Published : Aug 21, 2023, 9:48 AM IST

শিলিগুড়ি, 21 অগস্ট: বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ও বন দফতর। রবিবার এসটিএফ ও কার্শিয়াং বন বিভাগের যৌথ অভিযানে উদ্ধার হয় এই বিপুল পরিমাণ বার্মাটিক কাঠ। উদ্ধার হওয়া কাঠের মূল্য 60 লক্ষ টাকা ৷ এখনও পর্যন্ত এই ঘটনায় কর্ণাটকের দুই পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ ৷ এই কাঠ পাচারের পিছনে কোনও বড় চক্র রয়েছে বলে অনুমান এসটিএফ ও বন বিভাগের আধিকারিকদের।

গোপন সূত্রে খবর পেয়ে রবিবার শিলিগুড়ি সংলগ্ন ফাটাপুকুর এলাকায় অভিযান চালান এসটিএফ, কার্শিয়াং বন বিভাগের বাগডোগরা রেঞ্জ ও তাইপো বিটের আধিকারিকরা। উদ্ধার হওয়া কাঠ বাজেয়াপ্ত করে তাইপো বিট অফিসে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে একটি কন্টেনার থেকে উদ্ধার হয় 115টি কাঠের গুড়ি। উদ্ধার হওয়া কাঠের আনুমানিক বাজারমূল্য 60 লক্ষ টাকা।

কন্টেনারের নম্বর ও সংস্থার নামের তথ্য ধরে মালিকের খোঁজ শুরু করেছেন এসটিএফের আধিকারিকরা। জানা গিয়েছে, ভুয়ো পারমিট দেখিয়ে 10 চাকার কন্টেনার করে ওই বিপুল পরিমাণ কাঠ পাচারের পরিকল্পনা ছিল পাচারকারীদের। গুয়াহাটি থেকে নাগপুরে পাচার করে দেওয়াই লক্ষ্য ছিল পাচারকারীদের। তার আগেই পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ও বন দফতর সক্রিয়তার উদ্ধার হয়েছে কাঠগুলি ৷

আরও পড়ুন:দুই পৃথক অভিযানে উদ্ধার সাড়ে পাঁচ কোটির ব্রাউন সুগার, গ্রেফতার 5

এসটিএফ ও বন দফতর সূত্রে জানা গিয়েছে, কাঠ পাচারের ঘটনায় চন্দ্রশেখর কে পি ও বিকাশ গৌড়া নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে । দুজনেই বেঙ্গালুরুর বাসিন্দা৷ ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। ধৃতদের হেফাজতে নিয়ে পাচার চক্রে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন এসটিএফের ডিএসপি সুদীপ ভট্টাচার্য। কয়েকদিন আগেই শিলিগুড়ি কমিশনারেট এক যৌথ অভিযানে প্রায় সাড় 5 কেজি ব্রাউন সুগার ও 5 পাচারকারীকে উদ্ধার করেছিল ৷

ABOUT THE AUTHOR

...view details