পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শিলিগুড়িকে করিডর করে বিস্ফোরক পাচারের চেষ্টা, গ্রেপ্তার নেপালের যুবক - nepal'

মেঘালয় থেকে নেপালে বিস্ফোরক পাচার করতে গিয়ে ধরা পড়ল এক যুবক

উদ্ধার হওয়া বিস্ফোরক

By

Published : Jun 2, 2019, 9:16 PM IST

শিলিগুড়ি, 2 জুন : বিস্ফোরক পাচার করতে গিয়ে শিলিগুড়িতে ধরা পড়ল এক যুবক । সশস্ত্র সীমা বলের (SSB) 41 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানদের হাতে ধরা পড়ে সে । এরপর তাকে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় । ধৃতের নাম প্রসাদ রায় (31) । সে নেপালের বাসিন্দা । আগামীকাল তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে ।

ধৃত যুবক প্রসাদ রায়

জানা গেছে , ধৃত যুবক মেঘালয় থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক নিয়ে শিলিগুড়ি হয়ে নেপালের ভোজপুরের উদ্দেশে রওনা দিয়েছিল । সূত্রের খবর অনুযায়ী অভিযান চালিয়ে ধৃতকে আটক করে প্রথমে তল্লাশি চালায় SSB-র 41 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা । তল্লাশি পরেই উদ্ধার হয় 100 টি ইলেকট্রিক ডিটেনেটর, 40 প্যাকেট নিওজেল 90 বিস্ফোরক । তবে কী কারণে বিস্ফোরকগুলি মেঘালয় থেকে নেপাল নিয়ে যাওয়া হচ্ছিল তা এখনও জানা যায়নি ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details