দার্জিলিং, 28 সেপ্টেম্বর: 40 বছরের বেশি সময় পর পঞ্চায়েত সমিতি ও 22 বছর পর গ্রাম পঞ্চায়েতের নির্বাচন হয়েছে পাহাড়ে। সেকারণে এবার জয়ী জনপ্রতিনিধিদের গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি পরিচালনার কৌশল শেখাতে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছে রাজ্যের পঞ্চায়েত দফতর ও গোর্খা টেরিটোরিয়্যাল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)। বুধবার রাতে জিটিএ'র কার্যালয় লালকোঠিতে জিটিএ'র চিফ এগজিকিউটিভ অফিসার অনিত থাপা ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর ওই প্রশিক্ষণ শিবিরের বিষয়ে জানান রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার ও বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস ৷ আজ, বৃহস্পতিবার ভানুভবনে ওই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে।
মূলত, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত পরিচালনা, কাজের বরাদ্দ, বরাত, টেন্ডার প্রক্রিয়া, রাজ্য ও কেন্দ্রের ফান্ড ব্যবহার, পঞ্চায়েতের ওয়েবসাইট ও অ্যাপ্লিকেশন-সহ অন্য বিষয়গুলি সম্পর্কে ওই জনপ্রতিনিধিদের অবগত করা হবে। পঞ্চায়েত মন্ত্রী বলেন, "কয়েক দশক পর পাহাড়ে পঞ্চায়েত নির্বাচন হয়েছে। অনেক জনপ্রতিনিধিরাই কীভাবে পঞ্চায়েত পরিচালনা করতে হয় সেবিষয়ে অবগত নন। সেজন্য এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় প্রশিক্ষণ শিবিরের নির্দেশ দিয়েছেন।"