পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বেঙ্গালুরু থেকে এল শ্রমিক স্পেশাল ট্রেন, অভ্যর্থনা মন্ত্রীর - jalpaiguri

রাত দশটা নাগাদ বেঙ্গালুরু থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছায় একটি ট্রেন । ট্রেনে আসা শ্রমিকদের থার্মাল স্ক্রিনিংয়ের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসকরা ।

aa
জলপাইগুড়ি

By

Published : May 15, 2020, 10:52 AM IST

নিউ জলপাইগুড়ি, 15 মে: বেঙ্গালুরু থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন এল শ্রমিক স্পেশাল ট্রেন । গতকাল রাতে ট্রেনটি এসে পৌঁছায় । গতকাল দুপুরেও চেন্নাই থেকে একটি শ্রমিক স্পেশাল ট্রেন এসেছিল নিউ জলপাইগুড়ি স্টেশনে ।

রাত দশটা নাগাদ বেঙ্গালুরু থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছায় একটি ট্রেন । ট্রেনে আসা শ্রমিকদের থার্মাল স্ক্রিনিংয়ের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসকরা । তাঁদের প্রত্যেককে খাবার এবং পানীয় জল দেওয়া হয় । এরপর নিজ নিজ গন্তব্যে পাঠানো হয় । এদিকে স্টেশনে এসে শ্রমিকদের স্বাগত জানান মন্ত্রী গৌতম দেব ।

কেন্দ্রের নির্দেশে ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের ফিরিয়ে নিয়ে আসার কাজ শুরু করেছে রাজ্য সরকার । প্রতিটি রাজ্য সরকারই, অন্য রাজ্যে কাজ করতে গিয়ে আটকে পড়া শ্রমিকদের ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে । পশ্চিমবঙ্গেও গত কয়েকদিনে ফিরে এসেছেন ভিন রাজ্যে আটকে পড়া বহু শ্রমিক । এছাড়াও অন্য রাজ্য আটকে পড়া পর্যটক, চিকিৎসা করাতে গিয়ে আটকে পড়া ব্যক্তি ও পড়ুয়াদের ফিরিয়ে আনারও উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের তরফে । স্পেশাল বাস ও ট্রেন ও বিমানে করে নির্দিষ্ট স্বাস্থ্য বিধি মেনে তাঁদেরকে ফিরিয়ে আনা হচ্ছে । ফেরার পর তাঁদের প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে । হোম কোয়ারানটিনে থাকার নির্দেশ দেওয়া হচ্ছে । উপসর্গের নিরিখে কোয়ারানটিন সেন্টার বা হাসপাতালেও পাঠানো হচ্ছে অনেককে ।

ABOUT THE AUTHOR

...view details