শিলিগুড়ি, 23 মে : আমফানের পর এবার রাজ্যে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় যশ । তার জন্য আগেভাগেই প্রস্তুত রাজ্য সরকার । ঘূর্ণিঝড়ের সময় এবং তার পরবর্তী পরিস্থিতি সামাল দিতে এবার উত্তরবঙ্গ থেকে আগেভাগেই পাঠানো হল বনদপ্তরের দক্ষ কর্মীদের ।
রবিবার শিলিগুড়ি সংলগ্ন সুকনা থেকে কলকাতায় যশ পরিস্থিতি সামাল দিতে কার্শিয়াং বন বিভাগ, বৈকুন্ঠপুর ফরেস্ট ডিভিশন এবং সুকনা রেঞ্জ থেকে 40 জন দক্ষ বনকর্মীদের পাঠানো হয়। ওই 40 জনকে আটটি দলে ভাগ করা হবে। সঙ্গে গাছ কাটার জন্য চেন শো, কুঠারসহ অত্যাধুনিক সামগ্রী পাঠানো হচ্ছে । শুধু তাই নয়, কলকাতায় ওই কর্মীদের কোভিডের টিকার প্রথম ডোজ দেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য সরকার ৷