শিলিগুড়ি, 10 অগস্ট: চারদিন পরেই 76তম স্বাধীনতা দিবসে মেতে উঠবে গোটা দেশ । এবার প্রতিটি ঘরে উড়বে তেরঙা । তবে পতাকা কিনতে আর বাজারে ছুটে যাওয়ার ঝক্কি পোহাতে হবে না । বাড়িতে বসে অর্ডার করলেই পাওয়া যাবে পতাকা । আবার চাইলে অফলাইনে পোস্ট অফিসে গিয়েও নিতে পারেন ৷ এমনটাই সুবিধা এনে দিয়েছে ভারতীয় ডাক বিভাগ । অনলাইনে মাত্র 25 টাকা দিলেই বাড়িতে পৌঁছবে পতাকা । ভারতীয় ডাক বিভাগের নয়া পদক্ষেপ । কেন্দ্রীয় সরকারের 'হর ঘর তেরঙা' কে আরও মানুষের কাছে পৌঁছে দিতে এবার অনলাইনে বাড়িতে জাতীয় পতাকা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে পোস্ট অফিস । পোস্ট অফিসের ই-পোর্টাল www.epostoffice.gov.in.-এর মাধ্যমে জাতীয় পতাকার অর্ডার দেওয়া যাবে । ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার সব বাড়িতে পতাকা লাগানোর আহ্বান জানিয়েছে । তাই দেশবাসী যাতে বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করতে পারেন সেই জন্য সরকার ন্যাশনাল ফ্ল্যাগ কোডেও সংশোধন করেছে ।
Independence Day 2023: অনলাইন বা অফলাইন, দু'ভাবেই পাবেন জাতীয় পতাকা; সৌজন্যে ভারতীয় ডাক বিভাগ - E post
অনলাইন হোক বা অফলাইন ৷ জাতীয় পতাকা পাবেন 2 প্রক্রিয়ায় ৷ কেন্দ্রের 'হর ঘর তেরঙা' কর্মসূচির অঙ্গ হিসেবে এই সুবিধা দিচ্ছে ভারতীয় ডাক বিভাগ ৷ কীভাবে জানতে পড়ুন সমগ্র প্রতিবেদন ৷
এবার আরও এক ধাপ এগিয়ে সেই পতাকাকে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করল ডাক বিভাগ । মাত্র 25 টাকা দিলেই পেয়ে যাবেন জাতীয় পতাকা । একজন 5টি করে পতাকা অর্ডার করতে পারবেন । প্রতিটি পতাকা 25 টাকা ৷ 5টার জন্য 125 টাকা ৷ একবার অর্ডার দেওয়া হলে গ্রাহকরা আর তা বাতিল করতে পারবেন না । জাতীয় পতাকাটি দৈর্ঘ্যে 20 ইঞ্চি ও প্রস্থে 30 ইঞ্চি । বিষয়টি নিয়ে শিলিগুড়ির পোস্টমাস্টার জেনারেল সুদীপ সেন বলেন, "গত বছর আমরা 15 থেকে 20 হাজারের মতো জাতীয় পতাকা বিক্রি করেছিলাম । এবার সেই সংখ্যাটা আরও বাড়বে বলে আশা করছি ।"
কীভাবে পোস্ট অফিস থেকে অনলাইনে জাতীয় পতাকা কিনবেন ?
- প্রথমে www.epostoffice.gov.in - এ যেতে হবে ৷
- ePostoff0ice পোর্টালের হোম পেজে ভারতীয় জাতীয় পতাকার ছবিতে ক্লিক করতে হবে ।
- ছবির নিচে "Click the image to purchase Flag" লেখা সিলেক্ট করতে হবে ।
- ডেলিভারির ঠিকানা, পতাকার পরিমাণ ( একজনের জন্য সর্বোচ্চ 5টি পতাকা ) ও আপনার মোবাইল নম্বর উল্লেখ করতে হবে ।
- অর্ডার বা কেনার প্রক্রিয়া চলাকালীন ফ্ল্যাগ কোড মেনে চলতে বলা হবে ৷
- অর্ডারটি সম্পূর্ণ করতে টাকা জমা দিলেই প্রক্রিয়া শেষ হবে ।
- এরপর একদিনের মাথায় আপনার দেওয়া ঠিকানার বাড়িতে পৌঁছে যাবে জাতীয় পতাকা ।
আরও পড়ুন : স্বাধীনতা দিবসের আগে 2.5 কোটি জাতীয় পতাকা বিক্রি করবে ডাক বিভাগ