দার্জিলিং, 17 এপ্রিল:রাজ্যজুড়ে চলছে তীব্র দাবহাদ। প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর। এপ্রিলের মাঝামাঝি অন্যান্যবারের তুলনায় এবার গরম অনেকটাই বেশি ৷ সেই কারণে সময়ের আগে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে সাময়িক ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। কিন্তু তাতেও কী রেহাই আছে? বৈশাখের তীব্র গরমে প্রাণ ওষ্ঠাগত। জেলায়-জেলায় দিনের বেলায় ন্যূনতম তাপমাত্রা থাকছে 40 ডিগ্রির আশপাশে। একই পরিস্থিতি উত্তরেও। গরম থেকে বাঁচতে সেজন্য পাহাড়মুখী হচ্ছেন অনেকেই। কিন্তু পাহাড়ে গিয়েও যে রেহাই নেই। ব্যাগ ভরে সোয়েটার নিয়ে গিয়েও লাভ হচ্ছে না। শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গেও তাপপ্রবাহ পাল্লা দিচ্ছে দক্ষিণের সঙ্গে। এদিকে, তীব্র গরমে যাতে প্রাণীরা কোনওভাবে অসুস্থ হয়ে না-পড়ে সেজন্য বিশেষ সতর্কতা অবলম্বন করল বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ। সেইসঙ্গে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানালেন, রাজ্যের চিড়িয়াখানাগুলিতে গরম থেকে জীবজন্তুদের বাঁচাতে জন্য কী কী করণীয় ৷
এই গরমে সাফারি পার্কের প্রাণীদেরও অনেকরকম সমস্যা হচ্ছে। সেকারণে এই গরমে তাদের বিশেষ ডায়েটের ব্যবস্থা করা হয়েছে। জল জাতীয় খাবারের উপর বাড়তি জোর দেও। দিনের বেলা তীব্র গরমের সময় শিলা ও বিভান রয়্যাল বেঙ্গল দম্পতি-সহ তাদের চার রয়্যাল শাবকের জন্য সুইমিং পুল ও সেই পুলে বরফের চাঁইয়ের ব্যবস্থা করেছে বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ। বরফ মজুত রাখা হয়েছে লেপার্ড ও ভাল্লুকের জন্যও। সেই সুইমিং পুলের ভিতর বসে ঠান্ডার আমেজ উপভোগ করতে দেখা যাচ্ছে শিলা ও বিভানকে।