শিলিগুড়ি, 21 মার্চ : মাকে পিটিয়ে মারার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে ( Son Killed Mother) ৷ ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির দক্ষিণ পলাশ এলাকায়। নিহত মহিলার নাম সুমারি ওরাওঁ (47) । এই ঘটনায় মৃতার ভাই বিজয় কুজুর অভিযুক্ত বিকি ওঁরাওের বিরুদ্ধে শিলিগুড়ি প্রধাননগর থানায় অভিযোগ দায়ের করেন ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিকি একজন গাড়ির খালাসি । এদিন মাঝরাতে মদ্যপ অবস্থায় বাড়িতে পৌঁছে বিকি তার মায়ের থেকে নেশার জন্য টাকার দাবি করে । না মেলায় তর্কাতর্কি শুরু হয় দু‘জনের মধ্যে । এরপরই আচমকা বিকি তার মায়ের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় । সুমারি ওঁরাও গুরুতর আহত হন । তিনি চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আসেন । স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় সুমারি ওঁরাওকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যান । হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন ।