নকশালবাড়ি, 30 অগাস্ট : বনবস্তিতে উচ্ছেদ করা যাবে না বাসিন্দাদের ৷ বস্তিতে বসবাসকারীরা দলে যোগদানের দিন এমনটাই ঘোষণা করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব । নকশালবাড়ির হাতিঘিষার কয়েকটি পরিবার উচ্ছেদের নোটিশ পেয়েছিল ৷ ওই 64টি পরিবার আজ তৃণমূলে যোগ দেয় ।
উচ্ছেদ করা যাবে না বনবস্তির বাসিন্দাদের, বললেন গৌতম দেব
বনবস্তিতে উচ্ছেদ নয়, বসবাসকারীদের দলে যোগদান করিয়ে ঘোষণা মন্ত্রীর
বনবস্তিতে উচ্ছেদ নয়, বসবাসকারীদের দলে যোগদান করিয়ে ঘোষণা মন্ত্রীর
বন বিভাগের তরফে নোটিশ দেওয়া হয়েছিল এই পরিবারকে । মন্ত্রীর উপস্থিতিতে এলাকার বাসিন্দারা তৃণমূলে যোগ দেন আজ ৷ যোগদানের পর গৌতম দেব ঘোষণা করেন, কোনও মোটেই এদের উচ্ছেদ করা চলবে না । ওই নির্দেশ প্রত্যাহার করুক বনবিভাগ ।
গৌতম দেব বলেন, '' বনমন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে এ নিয়ে আলোচনা করেছি । ওই বাসিন্দারাই বনকে রক্ষা করছেন । তাঁরা এলাকায় বহু পুরুষ ধরে রয়েছেন । তাঁদের উচ্ছেদের বদলে এলাকায় থাকার অধিকার দেওয়া হোক ।''