পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

উচ্ছেদ করা যাবে না বনবস্তির বাসিন্দাদের, বললেন গৌতম দেব

বনবস্তিতে উচ্ছেদ নয়, বসবাসকারীদের দলে যোগদান করিয়ে ঘোষণা মন্ত্রীর

বনবস্তিতে উচ্ছেদ নয়, বসবাসকারীদের দলে যোগদান করিয়ে ঘোষণা মন্ত্রীর

By

Published : Aug 30, 2019, 2:39 PM IST

নকশালবাড়ি, 30 অগাস্ট : বনবস্তিতে উচ্ছেদ করা যাবে না বাসিন্দাদের ৷ বস্তিতে বসবাসকারীরা দলে যোগদানের দিন এমনটাই ঘোষণা করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব । নকশালবাড়ির হাতিঘিষার কয়েকটি পরিবার উচ্ছেদের নোটিশ পেয়েছিল ৷ ওই 64টি পরিবার আজ তৃণমূলে যোগ দেয় ।

বন বিভাগের তরফে নোটিশ দেওয়া হয়েছিল এই পরিবারকে । মন্ত্রীর উপস্থিতিতে এলাকার বাসিন্দারা তৃণমূলে যোগ দেন আজ ৷ যোগদানের পর গৌতম দেব ঘোষণা করেন, কোনও মোটেই এদের উচ্ছেদ করা চলবে না । ওই নির্দেশ প্রত্যাহার করুক বনবিভাগ ।

গৌতম দেব বলেন, '' বনমন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে এ নিয়ে আলোচনা করেছি । ওই বাসিন্দারাই বনকে রক্ষা করছেন । তাঁরা এলাকায় বহু পুরুষ ধরে রয়েছেন । তাঁদের উচ্ছেদের বদলে এলাকায় থাকার অধিকার দেওয়া হোক ।''

ABOUT THE AUTHOR

...view details