দার্জিলিং, 27 এপ্রিল: মায়ের নাম মর্নিং আর বাবা হল মাকালু । বাচ্চাটির এখনও নামকরণ হয়নি ৷ বাচ্চাটি অবশ্য মানুষের নয়, তুষার চিতার ৷ উত্তরবঙ্গ তো বটেই গোটা রাজ্যবাসীর কাছে খুশির খবর কারণ মাত্র সতেরো দিনের মধ্যেই ফের একটি তুষার চিতা শাবকের জন্ম হয়েছে দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিকাল পার্কে ৷ মঙ্গলবার ভোরে মা চিতা মর্নিং একটি বাচ্চা প্রসব করে । মা-শাবক দুজনেই বেশ ভালো আছে বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ ৷ দু'জনেই চব্বিশ ঘণ্টা চিকিৎসকদের নজরদারিতে রয়েছে ।
কর্তৃপক্ষ জানিয়েছে, নাইট শেল্টারে লোকচক্ষুর আড়ালে তাদের কোনওরকম বিরক্ত করতে দেওয়া হচ্ছে না । আপাতত বাচ্চাটি মায়ের দুধই পান করবে । মর্নিং ও মাকালুর বয়স প্রায় সাত বছর ।
১৭ দিনের মধ্যে দু‘বার স্নো লেপার্ড শাবকের জন্ম হওয়ায় দারুণ খুশি চিড়িয়াখানা কর্তৃপক্ষ । চলতি মাসের 10 তারিখেই জিমা ও নামকা নামে স্নো লেপার্ড দম্পতি তিনটি শাবকের জন্ম দেয় । জিমা এক সঙ্গে তিনটি বাচ্চা প্রসব করে ৷ এদিন মর্নিংয়ের সদ্যোজাতকে নিয়ে চিড়িয়াখানায় স্নো লেপার্ডের সংখ্যা বেড়ে দাঁড়ালো 13-তে ।