দার্জিলিং, 25 ফেব্রুয়ারি: শিলিগুড়িকে করিডর করে পাচারের অভিযোগ কম নয় । আন্তর্জাতিক পাচার চক্রের যোগও মিলেছে অতীতে। মাদক থেকে শুরু করে আগ্নেয়াস্ত্র, সোনা, হিরে, বন্যপ্রাণ সামগ্রী বা গরু পাচারের উদাহরণ আছে বিস্তর । এবার আর সেই তালিকায় সংযুক্ত হল আরও একটি প্রাণী শূকর ৷ যদিও পুুলিশি তৎপরতায় ভেস্তে গিয়েছে পাচারের ছক ৷ শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে ৷ শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়ার বিধানগরি এলাকা থেকে পাচারের আগে শূকরকে উদ্ধার করেছে ৷ উদ্ধার বাংলাদেশের পাচারকারীও।
মুরালিগঞ্জ চেকপোস্ট ও সদরগাছ এলাকায় অভিযান চালায় বিধাননগর থানার পুলিশ । সেই অভিযানে মুরালিগঞ্জ চেকপোস্ট থেকে একটি 6 চাকার ট্রাক ও সদরগছ থেকে একটি 18 চাকার কন্টেনারে তল্লাশি চালিয়ে উদ্ধার প্রচুর শূকর। এই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ । ধৃতরা হলেন, সেন্থলি রাজা (40), হাজামাইদেন (58), তাপস রায় (32), শুম্ভু দাস (42)। পুলিশ সূত্রে খবর, ওই 6 চাকা ট্রাক থেকে 60টি শূকর এবং 18 চাকা কন্টেনার থেকে 240টি শূকর উদ্ধার হয়ে । উদ্ধার হওয়া প্রাণীগুলিকে অসমে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল । শুক্রবার ধৃত 4 অভিযুক্তকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় ।