দার্জিলিং, 30 মে: দাগী চোর থেকে বন্যপ্রাণ সামগ্রী পাচারের পাণ্ডা । গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ওই পাচারকারীকে গ্রেফতার করল বন দফতর । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়িতে । বন দফতর সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম রাকেশ বরাইক । সে শিলিগুড়ি সংলগ্ন গুলমা চা বাগান ঘেষা তিনলাইনের বাসিন্দা । বহুদিন ধরে ওই পাচারকারীকে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছিল বন বিভাগ । অবশেষে সোমবার রাতে তাঁকে পাকড়াও করতে সক্ষম হন বন বিভাগের কর্মীরা । ধৃতের কাছ থেকে তিনটি সম্বর হরিণের শিং উদ্ধার হয়েছে । ধৃতকে মঙ্গলবার শিলিগুড়ি আদালতে তোলা হয় ।
ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে বন বিভাগ । সোমবার বিকেলে মিলনমোড় এলাকা থেকে ওই পাচারকারীকে গ্রেফতার করে দার্জিলিং বন বিভাগের সুকন্যা স্কোয়াড 1 রেঞ্জের বনকর্মীরা । বনবিভাগ সূত্রে জানা গিয়েছে, রাকেশ বরাইকের বিরুদ্ধে এর আগেও একাধিক চুরি ও লুঠের অভিযোগ রয়েছে । শেষবার চুরির অভিযোগে তাকে গ্রেফতার করেছিল প্রধাননগর থানার পুলিশ । এরপর জেলও খাটে রাকেশ ।