শিলিগুড়ি, 1 অক্টোবর: ইন্ডিয়া জোট নিয়ে রবিবার শিলিগুড়ি থেকে আক্রমণ শানালেন কেন্দ্রীয় নারী, শিশুকল্যান ও সংখ্যালঘু সম্প্রদায় উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি । তিনি বলেন, "রাজ্যে কবাডি আর দিল্লিতে বাডি বাডি । বম্বে যাচ্ছে আর সেখানে গিয়ে বলছে আমরা একসঙ্গে মিলে নির্বাচনে লড়ব । আর অধীরদা নিজেই বলছে, মোদিকে হারাতে পারব না তাই সোনিয়া গান্ধি দিদির সঙ্গে জোট করছে । অধীরদা দিদিকে গালাগাল দিচ্ছে । আরে ভাই কী চলছে?"
2024 সালের লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে চা বলয়ে নিজেদের ভোটব্যাংক ধরে রাখতে মরিয়া গেরুয়া শিবির । আর সেই কারণেই এ দিন শিলিগুড়ি সংলগ্ন দাগাপুরে বিজেপির ট্রেড ইউনিয়ন রিলেশন সেলের তরফে এক জনসভার আয়োজন করা হয়েছিল । আর সেই জনসভার মঞ্চ থেকেই চা বাগান ইস্যু, ইন্ডিয়া জোট, দিল্লিতে তৃণমূল কংগ্রেসের ধরনা থেকে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে শাসকদল তৃণমূল কংগ্রেসকে একহাত নেন স্মৃতি ইরানি । মহাত্মা গান্ধির জন্মজয়ন্তী উপলক্ষে প্রথমে শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাসে বাবা সাহেব আম্বেদকরের প্রতিকৃতি পরিষ্কার করে কেন্দ্র সরকারের স্বচ্ছতাই সেবা কর্মসূচির সূচনা করেন তিনি । এরপর স্থানীয় এক চায়ের দোকানে দলীয় মন্ত্রী, সাংসদ ও বিধায়কদের নিয়ে চা পান করেন । তারপর দুপুরে জনসভায় যোগ দেন কেন্দ্রীয় মন্ত্রী ।