পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

SMC Post Poll Violence : ভোটপর্ব মিটতেই শিলিগুড়িতে সিপিআইএম কর্মীর বাড়িতে হামলার অভিযোগ

শিলিগুড়িতে সিপিআইএম কর্মীর বাড়িতে হামলা (SMC Post Poll Violence) ৷ ঘটনায় সিপিআইএম কর্মী বিমল সাহা এবং তাঁর স্ত্রী আহত হয়েছেন (Attack on CPIM Worker House in Siliguri) ৷ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে ৷ অভিযোগ, গুলি চালায় ও বোমাবাজিও করে দুষ্কৃতীরা ৷

SMC Post Poll Violence Attack on CPIM Worker House in Siliguri
SMC Post Poll Violence Attack on CPIM Worker House in Siliguri

By

Published : Feb 13, 2022, 4:46 PM IST

শিলিগুড়ি, 13 ফেব্রুয়ারি : ভোট পরবর্তী হিংসার জেরে উত্তেজনা শিলিগুড়িতে (SMC Post Poll Violence) । ভোটপর্ব মিটে যাওয়ার পর সিপিআইএম কর্মীদের মারধরের অভিযোগ ৷ গুলি চালানো ও বোমাবাজির অভিযোগও উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । শনিবার রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি 32 ও 35নং ওয়ার্ডে ৷ ঘটনায় আহত হয়েছেন বিমল সাহা এবং সবিতা সাহা নামে দুই সিপিআইএম কর্মী (Attack on CPIM Worker House in Siliguri) ৷

হামলার ঘটনায় 35 নং ওয়ার্ডের তৃণমূলের প্রার্থী শম্পা নন্দীর স্বামী জয়দীপ নন্দীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে ৷ ঘটনার পরই রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান শিলিগুড় প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য ৷ ঘটনার প্রতিবাদে এনজেপি থানার বাইরে বিক্ষোভ দেখায় সিপিআইএম ৷ থানায় স্মারকলিপি জমা দিয়ে জয়দীপ নন্দীকে গ্রেফতারের দাবি জানিয়েছেন অশোক ভট্টাচার্য ৷ পাশাপাশি গোটা ঘটনায় পুলিশের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ উঠেছে ৷ যদিও সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷

আরও পড়ুন : AMC Post Poll Violence : আসানসোলে মহিলা বিজেপি কর্মীকে মারধর, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

অভিযোগ করা হয়েছে ভোটপর্ব মিটতেই 35নং ওয়ার্ডের এনজেপি এলাকায় সিপিআইএম কর্মীদের বাড়িতে চড়াও হন জয়দীপ নন্দী ও তাঁর লোকজন ৷ তখনই বিমল সাহা এবং সবিতা সাহা-সহ পরিবারের অন্যান্যদের মারধর করে শাসকদলের কর্মীরা ৷ মারধরের ঘটনায় জখম হন ওই পরিবারের দু‘জন ৷ খবর পেয়ে সকালেই ঘটনাস্থলে যান অশোক ভট্টাচার্যরা ৷ কিন্তু, অভিযোগ ঘটনাটি পুলিশকে জানালে পুলিশ গিয়ে অভিযুক্তদের সেখান থেকে সরিয়ে দেয় ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details