পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

SMC Election 2022 : ভোট পিছানোয় শিলিগুড়িতে বোর্ড গঠন সহজ হবে বিজেপির, আত্মবিশ্বাসী রাজু বিস্তা - Raju Bista Confident for Win in Siliguri Corporation Election

ভোট পিছিয়ে 12 ফেব্রুয়ারি হওয়ায় বিজেপির সুবিধা হয়েছে বলে জানালেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা (Raju Bista Confident for Win in Siliguri Corporation Election) । এতে দার্জিলিংয়ে বোর্ড গঠন অনেক সহজ হয়ে গেল বলে এদিন মন্তব্য করেন দার্জিলিঙের সাংসদ । তাঁর এই মন্তব্য ভোটারদের প্রভাবিত করছে বলে অভিযোগ উঠতে শুরু করেছে । সেই সঙ্গে বিতর্ক শুরু হয়েছে শিলিগুড়ি পৌরনিগম (SMC Election 2022) এলাকায় ।

SMC Election 2022 Raju Bista Confident for Win in Siliguri Corporation Election
SMC Election 2022 Raju Bista Confident for Win in Siliguri Corporation Election

By

Published : Jan 22, 2022, 5:40 PM IST

শিলিগুড়ি, 22 জানুয়ারি : ঈশ্বর তাঁদের কথা শুনেছেন । 12 ফেব্রুয়ারির পরিবর্তে 22 জানুয়ারি শিলিগুড়ি পৌরনিগমের নির্বাচন (SMC Election 2022) হলে পরিস্থিতি খারাপ হতে পারত বিজেপির । এমনটাই জানালেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা (Raju Bista Confident for Win in Siliguri Corporation Election) । তবে, এবার শিলিগুড়িতে বিজেপির বোর্ড গঠন করতে কোনও সমস্যা হবে না বলে জানালেন তিনি । 41নং ওয়ার্ডের বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে বেরিয়ে এমনটাই মন্তব্য করেছেন সাংসদ রাজু বিস্তা ।

আরও পড়ুন : Ashok Bhattacharjee Criticises Sankar Ghosh : শঙ্করকে নীতিহীন বিধায়ক বলে কটাক্ষ অশোকের

ফলে প্রশ্ন উঠছে, জয় নিয়ে কীভাবে এতটা নিশ্চিত হচ্ছেন দার্জিলিংয়ের সাংসদ । তা নিয়ে রাজুর দাবি, এখন তাঁরা প্রচারের সময় পাচ্ছেন । যা ইভিএমে প্রতিফলিত হবে । প্রসঙ্গত, করোনা সংক্রমণের কারণে, রাজ্য নির্বাচন কমিশন তিন সপ্তাহ নির্বাচন পিছিয়ে দিয়েছে । তবে, রাজ্য নির্বাচন কমিশনকে কলকাতা হাইকোর্ট চার থেকে ছয় সপ্তাহের মতো ভোট পিছনোর পরামর্শ দিয়েছিল । যা না মেনে তিন সপ্তাহ পিছিয়েছে কমিশন । ফলে এনিয়ে ফের জলঘোলা শুরু হয়েছে । এখন দেখার রাজু বিস্তের ভবিষ্যবাণী কতটা মেলে ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details