দার্জিলিং, 15 সেপ্টেম্বর:একসঙ্গে ছ'টি লাল পান্ডা শাবক জন্ম নিল দার্জিলিং চিড়িয়াখানায় (Padmaja Naidu Himalayan Zoological Park Gets New Achievement)। ফের নতুন নজির পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্কের। স্বভাবতই খুশির হাওয়া পাহাড়ের চিড়িয়াখানায়।
এর আগে কখনও একসঙ্গে ছ'টি রেড পান্ডা শাবকের জন্ম হয়নি এখানে (Record 6 Red Pandas Born Together) । চিড়িয়াখানার ডিরেক্টর বাসবরাজ হোলেইয়াচি বলেন, "প্রত্যেকটি শাবক সুস্থ রয়েছে। তাদের চিকিৎসকরা দেখভাল করছেন। সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি রাখা হচ্ছে।"
পান্ডার সংখ্যা বৃদ্ধি করতে তোপকেদাড়ায় পৃথক রেড পান্ডার প্রজননের ব্যবস্থা করেছিল দার্জিলিং চিড়িয়াখানা (Darjeeling Zoo) কর্তৃপক্ষ। সেখানেই পান্ডারা শাবক প্রসব করে থাকে। সুনীতা, প্রসন্ন ও কর্মা নামে রেড পান্ডা পরিবারের ওই শাবক নিয়ে এখন মোট 29টি রেড পান্ডা রয়েছে দার্জিলিং চিড়িয়াখানায়। তবে তাদের এখনও লিঙ্গ নির্ধারণ করা হয়নি। তিন মাস পরে ওই ছয় শাবকের লিঙ্গ নির্ধারণ করা হবে। ওই ছ'টি রেড পান্ডা ছাড়া যে বাকি 23টি পান্ডা রয়েছে তাদের মধ্যে ছ'টি পুরুষ ও সতেরোটি মহিলা পান্ডা রয়েছে।