দার্জিলিং, 8 ডিসেম্বর: গরুপাচার নিয়ে সরগরম রাজ্য থেকে রাজনীতি ৷ গরুপাচার কাণ্ডে জেলে রয়েছেন দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ৷ এবার গরু পাচার কাণ্ডে নাম জড়াল এক পুলিশ আধিকারিকের । বুধাবার ইন্দো-নেপাল সীমান্তে গরুপাচারের ঘটনায় এক পুলিশ কর্মচারী-সহ গ্রেফতার 6। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ মহলে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল মহম্মদ তাহির, মহম্মদ খুর্শিদ আলম, পাপ্পু কুমার, মিনটু কুমার, মহম্মদ রফিকুল ইসলাম, ফনি রায় (SSB operation on the charge of Cattle smuggling) ।
অভিযুক্তদের মধ্যে প্রথম চারজন তাহির, আলম, পাপ্পু ও মিনটু বিহারের বাসিন্দা । মহম্মদ রফিকুল অসমের মুড়িগাঁও এলাকার বাসিন্দা এবং আলিপুরদুয়ারের বাসিন্দা পুলিশ কর্মী ফনি রায় নকশালবাড়ি থানায় কর্মরত । গোপন সূত্রে খবর পেয়ে খড়িবাড়ি এলাকায় অভিযান চালায় এসএসবির (সশস্ত্র সীমা বল) 41 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা। তারপরই অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ ৷