শিলিগুড়ি, 13 এপ্রিল: ডিওয়াইএফআই-এর উত্তরকন্যা অভিযানকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল শহর শিলিগুড়ি ৷ বৃহস্পতিবার পুলিশি বাধা উপেক্ষা করে আন্দোলনকারীরা এগোতে হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷ সিপিএমের যুব সংগঠনের সদস্য ও সমর্থকদের সঙ্গে কার্যত খণ্ডযুদ্ধ বেঁধে যায় পুলিশের ৷ অভিযোগ, বিনা প্ররোচনায় আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ ৷ আহত হয়েছেন সংগঠনের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় ৷ তাঁকে আটক করেছে পুলিশ ৷ এছাড়া আরও ডিওয়াইএফআই সদস্য-সমর্থককে আটক করা হয়েছে পুলিশের তরফে ৷
বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি, বেকারত্ব, বন্ধ চা-বাগান খোলা-সহ 21 দাবিতে উত্তরকন্য়া অভিযানের ডাক দিয়েছিল ডিওয়াইএফআই ৷ নেতৃত্ব ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় ৷ তাঁর নেতৃত্বে সংগঠনের কর্মী-সমর্থকরা মিছিল শুরু করেন ৷ সেই মিছিল এশিয়ান হাইওয়ে-2 এর উপর তিনবাত্তি মোড়ে পৌঁছাতেই উত্তেজনা ছড়ায় ৷ অভিযোগ, পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেন আন্দোলনকারীরা ৷ পুলিশ বাধা দিলে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয় ৷
পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ ৷ সেই লাঠিচার্জে আহত হন মীনাক্ষী ৷ তাঁকে কার্যত চ্যাংদোলা করে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ ৷ মীনাক্ষী ছাড়াও বেশ কয়েকজন আহত হন ৷ এর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ ৷ ডিওয়াইএফআই এর সদস্য-সমর্থকরা পুলিশের দিকে পাথর ছোড়ে বলে অভিযোগ উঠেছে ৷ তখন পুলিশ পালটা কাঁদানে গ্যাস ছুঁড়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে ৷