পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Fake Call Centre: সংবাদমাধ্যমের অফিসের আড়ালে অবৈধ কল সেন্টার, আটক 29

সবাই জানত এটা সংবাদ মাধ্যমের অফিস ৷ এদিকে খবর প্রকাশের আড়ালে সেখানে চলত অবৈধ কল সেন্টার ৷ অভিযান চালিয়ে 21 যুবতী-সহ 29 জনকে আটক করেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট (Siliguri Fake Call Centre) ৷

Illegal Call Centre
অবৈধ কল সেন্টার

By

Published : Jul 16, 2022, 8:58 AM IST

শিলিগুড়ি, 16 জুলাই: সংবাদমাধ্যমের আড়ালে অবৈধ কলসেন্টার চালানোর অভিযোগ । পুলিশি অভিযানে আটক 21 যুবতী-সহ মোট 29 জন । ঘটনাটি শিলিগুড়ির পাঞ্জাবীপাড়ার । ডিজিটাল মিডিয়া ও ফেসবুক পেজের অফিসের আড়ালে চলছিল রমরমিয়ে কল সেন্টারের ব্যবসা । অবৈধ কল সেন্টারের পর্দা ফাঁস করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের শিলিগুড়ি থানা, গোয়েন্দা বিভাগ ও স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) (Siliguri Police arrests several allegedly for illegal call centre backdrop of media house) ৷

গোয়েন্দা দফতরের এসিপি রাজেন ছেত্রী সাংবাদিকদের বলেন, "ঘটনাস্থল থেকে 21 জন তরুণী ও 6 জন তরুণকে আটক করা হয়েছে । পাশাপাশি কল সেন্টারের মালিক গৌরব সাকসেনাকেও হেফাজতে নেওয়া হয়েছে । ঘটনাস্থলল থেকে একাধিক কম্পিউটার, রাউটার, বহু সিম কার্ড-সহ নানা ধরনের ডিজিটাল যন্ত্রপাতি ও বেশ কিছু কাজপত্র বাজেয়াপ্ত করা হয়েছে ।"

আরও পড়ুন: সেক্টর ফাইভে ভুয়ো কল সেন্টার, গ্রেফতার 9

একদিকে কল সেন্টার, অন্যদিকে অপরাধ লুকোতে ডিজিটাল মিডিয়ার ফেসবুক পেজের ব্যানার । এর পিছনেই হত অবৈধ কার্যকলাপ । জানা গিয়েছে, খবর প্রকাশের নামে একটি ফেসবুক পেজের অফিসের আড়ালে চলছিল অবৈধ কলসেন্টারটি । শিলিগুড়ির সেবক রোডে একটি তিনতলা ভবনের দ্বিতীয় তলে দীর্ঘদিন ধরে এই অবৈধ কলসেন্টার চলছিল ।

খবর পেয়ে শুক্রবার দুপুরে গোয়েন্দা দফতর এবং এসওজি টিম ওই পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ কল সেন্টারে অভিযান চালায় । প্রায় এক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ওই কল সেন্টারের মালিক ও 21 জন মহিলা-সহ 29 জনকে আটক করেছে গোয়েন্দা দফতর এবং এসওজি টিম । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details