শিলিগুড়ি, 16 জুলাই: সংবাদমাধ্যমের আড়ালে অবৈধ কলসেন্টার চালানোর অভিযোগ । পুলিশি অভিযানে আটক 21 যুবতী-সহ মোট 29 জন । ঘটনাটি শিলিগুড়ির পাঞ্জাবীপাড়ার । ডিজিটাল মিডিয়া ও ফেসবুক পেজের অফিসের আড়ালে চলছিল রমরমিয়ে কল সেন্টারের ব্যবসা । অবৈধ কল সেন্টারের পর্দা ফাঁস করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের শিলিগুড়ি থানা, গোয়েন্দা বিভাগ ও স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) (Siliguri Police arrests several allegedly for illegal call centre backdrop of media house) ৷
গোয়েন্দা দফতরের এসিপি রাজেন ছেত্রী সাংবাদিকদের বলেন, "ঘটনাস্থল থেকে 21 জন তরুণী ও 6 জন তরুণকে আটক করা হয়েছে । পাশাপাশি কল সেন্টারের মালিক গৌরব সাকসেনাকেও হেফাজতে নেওয়া হয়েছে । ঘটনাস্থলল থেকে একাধিক কম্পিউটার, রাউটার, বহু সিম কার্ড-সহ নানা ধরনের ডিজিটাল যন্ত্রপাতি ও বেশ কিছু কাজপত্র বাজেয়াপ্ত করা হয়েছে ।"