শিলিগুড়ি, 30 মার্চ: ইস্টবেঙ্গলের গড় নামে পরিচিত শিলিগুড়ি শহর। সেই শহরেই মোহনবাগানের নামে রাস্তার উদ্বোধন হচ্ছে আগামী রবিবার ৷ কলকাতার বাইরে এই প্রথম অন্য কোনও শহরে জাতীয় ক্লাব মোহনবাগানের নামে রাস্তা হচ্ছে । এই খবরে যারপরনাই উচ্ছ্বসিত সবুজ-মেরুন সমর্থকরা । শিলিগুড়িতে মহানন্দার প্রতিমা নিরঞ্জন ঘাটের রাস্তাটির নাম মোহমবাগানের নামে 'মোহনবাগান অ্যাভিনিউ' রাখা হচ্ছে । 2 এপ্রিল ওই রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন হবে । উপস্থিত থাকবে মোহনবাগান ক্লাবের সচিব দেবাশিস দত্ত-সহ কর্মসমিতির অন্যান্য সদস্যরা । বৃহস্পতিবার এমনটাই জানলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ।
পুরো অনুষ্ঠানের আয়োজনে শিলিগুড়ি পৌরনিগম। সহযোগিতায় রয়েছে মোহনবাগান ক্লাব । ইতিমধ্যে ক্লাবের দু'জন প্রতিনিধি এসে বৈঠকও করে গিয়েছেন । মেয়র গৌতম দেব বলেন, "এটা শহরের জন্যও গর্বের । শতাব্দী প্রাচীন ক্লাব মোহনবাগানের নামে রাস্তা উদ্বোধন হচ্ছে। ওই অনুষ্ঠানে আমরা ক্রীড়াপ্রেমী মানুষদের আমন্ত্রণ জানাচ্ছি । প্রাক্তন খেলোয়াড়দেরও আমন্ত্রণ জানানো হবে । এছাড়া আমরা সকলে থাকব এবং মোহনবাগান ক্লাবের কর্মসমিতির সদস্য-সহ দলের ফুটবলাররাও থাকবেন ।"
বাঙালির ফুটবল মানেই ঘটি-বাঙালের লড়াই । কেউ মোহনবাগান, তো কেউ ইস্টবেঙ্গল । এই দুই ক্লাব ছাড়া অসম্পূর্ণ ভারতীয় ফুটবল। যদি বিড়ালের গলায় ঘণ্টাটা বেঁধেছিল শহরের এক সবুজ-মেরুন ফ্যান ক্লাব ৷ নিজেদের ক্লাবের নামে রাস্তার জন্য শিলিগুড়ি পৌরনিগমকে প্রথম আবেদন করেছিল শিলিগুড়ি মেরিনার্স । তারা এই বিষয়ে একটি চিঠি দেয় মেয়র গৌতম দেবকে । অবশেষে শিলিগুড়ি মেরিনার্সের সেই স্বপ্ন পূরণ হতে চলেছে । ওই অনুষ্ঠানের জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছে মেরিনার্স।