দার্জিলিং, 22 জুন: নকশালবাড়িতে খুনের ঘটনাকে কেন্দ্র করে গ্রামে ভাঙচুরের ঘটনায় রিপোর্ট তলব করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি ওই খুনের মূল অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ । ঘটনার পর বৃহস্পতিবার অগ্নিগর্ভ হয়ে ওঠা গ্রাম পরিদর্শনে যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব । সঙ্গে ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ ও দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ । পরিদর্শনে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন মেয়র । এলাকায় শান্তি বজায় রাখার আবেদন করেন তিনি । পাশাপাশি আইনশৃঙ্খলা যাতে ভেঙে না পড়ে, তার জন্য যথাযথ পদক্ষেপের আশ্বাস দিয়েছেন তিনি ।
মেয়র গৌতম দেব বলেন, "ঘটনাটি খুবই দুর্ভাগ্যজনক । আইন হাতে তুলে নেওয়া ঠিক নয় । বাড়িতে আগুন ও ভাঙচুর চালানো হয়েছে । মুখ্যমন্ত্রী একটি রিপোর্ট চেয়েছেন । আমি একটি রিপোর্ট তৈরি করে পাঠাব । এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার আবেদন করেছি ।" স্থানীয় বাসিন্দা মিনতি বর্মন বলেন, "কাল এসে সমস্ত ভাঙচুর করে গিয়েছে । মেয়ে সিভিল সার্ভিসের প্রস্তুতি নিচ্ছিল । সব বই পুড়ে গিয়েছে । পুলিশ তো কাল দূরে দাঁড়িয়ে ছিল ।"
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুধীন নাগাশিয়াকে খুনের ঘটনায় মূল অভিযুক্ত রাধানাথ বর্মনকে অভিযান চালিয়ে খড়িবাড়ি ব্লকের বাতাসি থেকে গ্রেফতার করেছে পুলিশ । বৃহস্পতিবার তাঁকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে । দার্জিলিং জেলার পুলিশ সুপার প্রবীণ প্রকাশ বলেন, "অভিযুক্তকে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়েছে । ঘটনায় আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখা হবে ।"