শিলিগুড়ি, 11 নভেম্বর:ডাইনি অপবাদ দিয়ে খুন করা হয়েছিল এক প্রৌঢ়াকে ৷ 11 বছর মামলা চলার পর সেই ঘটনায় শাস্তি হল দোষী ব্যক্তির ৷ তাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা (Life Imprisonment) শোনাল শিলিগুড়ির আদালত ৷ সাজাপ্রাপ্ত ওই ব্যক্তির নাম সিরিয়াস দার্নাল ৷ 2011 সালে যখন ঘটনাটি ঘটে, তখন সে সেনাবাহিনীতে কর্মরত ছিল বলে জানিয়েছেন মামলার সরকারি আইনজীবী ৷
এই মামলার অন্যতম সরকারি আইনজীবী অমিতাভ মুখোপাধ্যায় সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জানিয়েছেন, "11 বছর ধরে মামলাটি চলেছে ৷ এর মধ্যে 15 জনের সাক্ষী নেওয়া হয়েছে ৷ তারই ভিত্তিতে বৃহস্পতিবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত ৷ কিন্তু, রায় ঘোষণা একদিনের জন্য স্থগিত রাখা হয় ৷ সেই অনুসারে, শুক্রবার রায় দেন বিচারক ৷ দোষীকে যাবজ্জীবন কারাবাসের সাজা দেওয়া হয় ৷ সঙ্গে 20 হাজার টাকা জরিমানা করা হয় ৷ জরিমানার টাকা ইতিমধ্য়েই জমা করা হয়েছে ৷ ওই টাকা মৃতার নাতনিকে দেওয়া হবে ৷"
আরও পড়ুন:প্রেমের পথে কাঁটা! আট বছরের শিশু কন্যাকে খুন, যাবজ্জীবন সাজা প্রেমিকের
মামলা সম্পর্কে বলতে গিয়ে সরকারি আইনজীবী জানিয়েছেন, 2011 সালে শিলিগুড়ি শহর সংলগ্ন বাগডোগরার এমএম তরাই এলাকার বাসিন্দা রূপা ছেত্রীর বাড়িতে ভাড়া থাকত সিরিয়াস দার্নাল ৷ সে মনে করত, তার বাড়িওয়ালি রূপা এবং তাঁর প্রতিবেশী জ্ঞানী বিশ্বকর্মা ডাইনি ! এই দুই মহিলার জন্য তার সময় খারাপ যাচ্ছে বলে বিশ্বাস করতে শুরু করেছিল সিরিয়াস ! এরই জেরে একদিন সে ধারাল অস্ত্র নিয়ে চড়াও হয় বাড়িওয়ালির উপর ৷ কিন্তু, সেই সময় রূপা ছেত্রীর ছেলে বাড়িতেই ছিলেন ৷ মা ও ছেলে মিলে আটকে দেন মারমুখী ভাড়াটিয়াকে ৷ এরপর ওই বাড়ি থেকে বেরিয়ে পাশেই জ্ঞানীর বাড়িতে ঢুকে পড়ে সিরিয়াস ৷ তারপর কাটারি দিয়ে কুপিয়ে ওই প্রৌঢ়াকে খুন করে সে ৷ ঘটনাটি ঘটে জ্ঞানীর নাতনির সামনে ৷ তখন সে নাবালিকা ৷ তদন্তে নেমে পুলিশ জানতে পারে ওই প্রৌঢ়াকে 18 থেকে 20 বার কোপ মেরেছিল সিরিয়াস !
সেই ঘটনার পর থেকেই এই মামলা চলছে ৷ ইতিমধ্যে বহু বছর জেলে কাটাতে হয়েছে সিরিয়াস দার্নালকে ৷ তার যাবজ্জীবনের সাজা থেকে ওই সময়টুকু বাদ যাবে বলে জানিয়েছে আদালত ৷