পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Dengue in Siliguri: শিলিগুড়িতে ডেঙ্গিতে আক্রান্ত কমিশনার, স্বাস্থ্য দফতরের সঙ্গে তরজা পৌরনিগমের - গৌতম দেব

শিলিগুড়িতে এ বার ডেঙ্গিতে (Dengue in Siliguri) আক্রান্ত হলেন পৌর কমিশনার ৷ এ দিকে, ডেঙ্গি পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য দফতরের সঙ্গে তরজা শুরু হয়েছে পৌরনিগমের ৷

Siliguri commissioner suffering from Dengue, BJP shows protest
শিলিগুড়িতে ডেঙ্গিতে আক্রান্ত কমিশনার, স্বাস্থ্য দফতরের সঙ্গে তরজা পৌরনিগমের

By

Published : Oct 12, 2022, 8:14 PM IST

শিলিগুড়ি, 12 অক্টোবর: কাউন্সিলারের পর এ বার ডেঙ্গিতে (Dengue in Siliguri) আক্রান্ত হলেন স্বয়ং শিলিগুড়ি পৌরনিগমের কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া । তাঁর এনএসওয়ান পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলেও ম্যাক এলাইজা টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে । বর্তমানে তিনি শিলিগুড়ির সেভক মোড়ের একটি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন । মঙ্গলবার রাতে তিনি নার্সিংহোমে ভর্তি হন । বর্তমানে তিনি স্থিতিশীল রয়েছেন বলে জানিয়েছেন শিলিগুড়ি পৌরনিগমের মেয়র গৌতম দেব । এর আগে শিলিগুড়ি পৌরনিগমের দুজন কাউন্সিলার ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন ।

অন্যদিকে, ডেঙ্গি পরিস্থিতি নিয়ে তরজা শুরু হয়েছে স্বাস্থ্য বিভাগ ও শিলিগুড়ি পৌরনিগমের মধ্যে । শিলিগুড়ি পৌর এলাকার ক্রমবর্ধমান ডেঙ্গি পরিস্থিতি নিয়ে এ বার মেয়র গৌতম দেব ও স্বাস্থ্য দফতরের অফিসার অন স্পেশাল ডিউটি (উত্তরবঙ্গ) সুশান্ত রায়ের মধ্যে শুরু হয়েছে ঠান্ডা লড়াই । বুধবার শহরের ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই দুইজনে আলাদা আলাদাভাবে আধিকারিকদের নিয়ে বৈঠক সেরেছেন । আর বৈঠকের পর এক পক্ষ অন্য পক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন । যদিও দুজনেই ডেঙ্গির গ্রাফ ধীরে ধীরে নিচে নামছে বলে দাবি করেছেন । কিন্তু ডেঙ্গি পরিস্থিতি কোনওভাবেই বাগে না আসায় বুধবার দার্জিলিং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতর ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপির যুব মোর্চার শিলিগুড়ি সাংগঠনিক জেলার নেতা, কর্মী ও সমর্থকরা । এ দিন শিলিগুড়ি পৌর এলাকার ডেঙ্গি পরিস্থিতি নিয়ে উত্তরবঙ্গের শাখা সচিবালয় উত্তরকন্যায় দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন ওএসডি সুশান্ত রায় ।

আরও পড়ুন:মশা মারার মেশিন নিয়ে হাওড়া পৌরনিগমে বিজেপি, নাটক বলে কটাক্ষ মুখ্য প্রশাসকের

অন্যদিকে, শিলিগুড়ি পৌরনিগমে স্বাস্থ্য আধিকারিক, পূর্ত, ভূমি ও ভূমি সংস্কার, আবাসন ও পরে মেয়র পারিষদ, বরো চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক সারেন মেয়র গৌতম দেব । বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুশান্ত রায় বলেন, "আমরা কিছুদিন ধরে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেছি । কিছু কিছু জায়গায় খামতি রয়েছে । সেইসব জায়গায় অতিরিক্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা কাজ করবেন । ভেক্টোর কন্ট্রোল টিমের জন্য প্রায় পাঁচশো অস্থায়ী কর্মী নিয়োগ করা হবে।"

আর গৌতম দেব বলেন, "বৃহস্পতিবার থেকে কাউন্সিলার, মেয়র পারিষদ, স্বাস্থ্য কর্মী, হেলথ সেন্টারের কর্মী, চিকিৎসক সবাই মিলে ময়দানে নেমে কাজ করবেন । তবে আমরা সারা বছর ময়দানে থেকে কাজ করি । সুশান্ত রায় কী বললেন তাতে আমি কোনও মন্তব্য করব না ।"

শিলিগুড়িতে ডেঙ্গিতে আক্রান্ত কমিশনার

অন্যদিকে, বিজেপির যুব মোর্চার সভাপতি অরিজিৎ দাস বলেন, "পৌরনিগম বা স্বাস্থ্য দফতর ডেঙ্গি নিয়ে কোনও কাজ করছে না । স্বাস্থ্য দফতরের নাকি ভাঁড়ার শূন্য ।"

স্বাস্থ্য বিভাগ ও পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, আগে পরীক্ষা করলে 50 শতাংশ ডেঙ্গি আক্রান্তের রিপোর্ট আসত । তা এখন 22 শতাংশে নেমেছে । এখনও পর্যন্ত শিলিগুড়ি পৌর এলাকায় ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা 2050 জন । মৃত্যু হয়েছে দশজনের । গত সপ্তাহে 348 জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিল, যা চলতি সপ্তাহে কমে 282 জন হয়েছে । সেপ্টেম্বর মাসে 828 জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, যেখানে চলতি মাসে আক্রান্তের সংখ্যা 321 জন ।

ABOUT THE AUTHOR

...view details