শিলিগুড়ি, 12 অক্টোবর: কাউন্সিলারের পর এ বার ডেঙ্গিতে (Dengue in Siliguri) আক্রান্ত হলেন স্বয়ং শিলিগুড়ি পৌরনিগমের কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া । তাঁর এনএসওয়ান পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলেও ম্যাক এলাইজা টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে । বর্তমানে তিনি শিলিগুড়ির সেভক মোড়ের একটি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন । মঙ্গলবার রাতে তিনি নার্সিংহোমে ভর্তি হন । বর্তমানে তিনি স্থিতিশীল রয়েছেন বলে জানিয়েছেন শিলিগুড়ি পৌরনিগমের মেয়র গৌতম দেব । এর আগে শিলিগুড়ি পৌরনিগমের দুজন কাউন্সিলার ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন ।
অন্যদিকে, ডেঙ্গি পরিস্থিতি নিয়ে তরজা শুরু হয়েছে স্বাস্থ্য বিভাগ ও শিলিগুড়ি পৌরনিগমের মধ্যে । শিলিগুড়ি পৌর এলাকার ক্রমবর্ধমান ডেঙ্গি পরিস্থিতি নিয়ে এ বার মেয়র গৌতম দেব ও স্বাস্থ্য দফতরের অফিসার অন স্পেশাল ডিউটি (উত্তরবঙ্গ) সুশান্ত রায়ের মধ্যে শুরু হয়েছে ঠান্ডা লড়াই । বুধবার শহরের ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই দুইজনে আলাদা আলাদাভাবে আধিকারিকদের নিয়ে বৈঠক সেরেছেন । আর বৈঠকের পর এক পক্ষ অন্য পক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন । যদিও দুজনেই ডেঙ্গির গ্রাফ ধীরে ধীরে নিচে নামছে বলে দাবি করেছেন । কিন্তু ডেঙ্গি পরিস্থিতি কোনওভাবেই বাগে না আসায় বুধবার দার্জিলিং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতর ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপির যুব মোর্চার শিলিগুড়ি সাংগঠনিক জেলার নেতা, কর্মী ও সমর্থকরা । এ দিন শিলিগুড়ি পৌর এলাকার ডেঙ্গি পরিস্থিতি নিয়ে উত্তরবঙ্গের শাখা সচিবালয় উত্তরকন্যায় দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন ওএসডি সুশান্ত রায় ।
আরও পড়ুন:মশা মারার মেশিন নিয়ে হাওড়া পৌরনিগমে বিজেপি, নাটক বলে কটাক্ষ মুখ্য প্রশাসকের