পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ছাত্রীর অভিযোগের ভিত্তিতে সমস্ত কাজ থেকে অব্যাহতি শিলিগুড়ি কলেজের অধ্যাপককে - শিলিগুড়ি কলেজ

ছাত্রীর মার্কশিটে নম্বর বাড়াতে টাকা চাওয়ার অভিযোগ উঠেছিল শিলিগুড়ি কলেজের অধ্যাপকের বিরুদ্ধে ৷ এই ঘটনায় গতকাল শিলিগুড়ি কলেজে পরিচালন সমিতির একটি বৈঠক বসে । সেখানে তাঁকে কলেজের সমস্ত কাজ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

Siliguri College
শিলিগুড়ি কলেজ

By

Published : Sep 15, 2020, 3:22 PM IST

শিলিগুড়ি , 15 সেপ্টেম্বর : শিলিগুড়ি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের এক ছাত্রীর মার্কশিটে নম্বর বাড়িয়ে দিতে তাঁর কাছে টাকা চাওয়ার অভিযোগ উঠেছিল কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপকের বিরুদ্ধে ৷ সেই সংক্রান্ত একটি অডিয়ো ভাইরাল হয় ৷ এই বিষয়ে ওই ছাত্রী ই-মেইলের মাধ্যমে শিলিগুড়ি কলেজ কর্তৃপক্ষকে অভিযোগ জানিয়েছিলেন ৷ এই অভিযোগের ভিত্তিতে কলেজের সমস্তরকম কাজ থেকে অব্যাহতি দেওয়া হল অভিযুক্ত অধ্যাপক অমিতাভ কাঞ্জিলালকে । একই সঙ্গে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে ৷

গতকাল শিলিগুড়ি কলেজে পরিচালন সমিতির একটি বৈঠক বসে । বৈঠক শেষে পরিচালন সমিতির সভাপতি জয়ন্ত কর জানান, আপাতত অমিতাভ কাঞ্জিলালকে কলেজের সমস্ত কাজ থেকে অব্যাহতি দেওয়া হল । অনলাইন বা অফলাইন কোনও ক্লাস বা পরীক্ষার সঙ্গে তিনি যুক্ত থাকবেন না । এমনকী, কলেজের ওয়েবসাইট থেকেও তাঁর নাম এবং ফোন নম্বর প্রত্যাহার করা হচ্ছে । শিলিগুড়ি কলেজের তরফে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে । ওই কমিটি আগামী একমাসের মধ্যে একটি রিপোর্ট জমা দেবে । পাশাপাশি, অভিযুক্ত অধ্যাপককে শোকজ় করা হবে ৷ কলেজের তরফে , একটি পৃথক অভিযোগ পুলিশের কাছে দায়ের করা হবে বলেও জানান তিনি ।

ছয়-সাত দিন আগে শিলিগুড়িতে একটি অডিয়ো ক্লিপ ভাইরাল হয় । অডিয়ো ক্লিপের কথোপকথন অনুযায়ী , জনৈক এক ছাত্রীর সঙ্গে কথা বলেছেন অন্য এক ব্যক্তি । তাতে তিনি টাকার বিনিময়ে নম্বর বাড়িয়ে দেবেন বলে জানিয়েছেন । ওই ব্যক্তি কথোপকথনে জানিয়েছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় যাঁরা মার্কশিট ট্যাবুলেশন করেন সেখানে ওই দশ হাজার টাকা দেবেন। বিষয়টি মনিটর করবেন । এভাবে বর্ধিত নম্বর পাবেন ওই ছাত্রী । ওই ব্যক্তি জানান, তাঁর বাড়ি শিলিগুড়ির বাবুপাড়ায়। সেখানে টাকা নিয়ে এসে দ্রুত জমা দিতে নির্দেশ দেন ওই ব্যক্তি । এই ক্লিপ ঘিরে হইচই শুরু হয় শিলিগুড়িতে । এরপরে 11 সেপ্টেম্বর ওই ছাত্রী ই-মেইলে কলেজ কর্তৃপক্ষকে অভিযোগ জানান ।

আরও পড়ুন , মার্কশিটে নম্বর বাড়াতে টাকা চেয়েছেন অধ্যাপক ? অভিযোগ দায়ের ছাত্রীর


যদিও শিলিগুড়ির বাবুপাড়ার বাসিন্দা রাষ্ট্রবিজ্ঞানের বিভাগীয় প্রধান অমিতাভ কাঞ্জিলাল জানিয়েছিলেন , সমস্ত অভিযোগ ভিত্তিহীন। তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তিনি এসবের সঙ্গে জড়িত নন।” তবে ছাত্রীর ওই অভিযোগ পাওয়ার পর গতকাল অর্থাৎ 14 সেপ্টেম্বর কলেজে পরিচালন সমিতির বৈঠক হয় ৷ সেখানে ওই অধ্যাপককে কলেজের সমস্ত কাজ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ৷

ABOUT THE AUTHOR

...view details