পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Shankar Ghosh on Separate State : গরমের ছুটির প্রসঙ্গ তুলে এবার রাজ্য ভাগের দাবি শিলিগুড়ির বিজেপি বিধায়কের

বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের (BJP MLA Shankar Ghosh) মন্তব্যের বিরোধিতা করেছে তৃণমূল ৷ তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে ৷

siliguri bjp mla shankar ghosh
গরমের ছুটির প্রসঙ্গ তুলে এবার রাজ্য ভাগের দাবি শিলিগুড়ির বিজেপি বিধায়কের

By

Published : Apr 28, 2022, 3:47 PM IST

Updated : Apr 28, 2022, 5:00 PM IST

শিলিগুড়ি, 28 এপ্রিল : ফের একবার উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবি উঠল গেরুয়া শিবির থেকে ৷ এবার সেই দাবি করলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ (BJP MLA Shankar Ghosh)। এর আগে কেন্দ্রীয় মন্ত্রী জন বারলা, মাটিগাড়া নকশালবাড়ির বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন, ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়, বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের মুখে উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার প্রয়োজনীয়তার কথা শোনা গিয়েছে ৷ এবার সেই তালিকায় নাম জুড়ল শঙ্কর ঘোষের ।

এবার রাজ্য ভাগের দাবি শিলিগুড়ির বিজেপি বিধায়কের

রাজ্যে তীব্র দাবদাহে স্কুল পড়ুয়াদের সমস্যার কথা মাথায় রেখে গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ৷ 2 মে থেকে গরমের ছুটি পড়বে বলে বুধবারই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই সংক্রান্ত নির্দেশিকাও জারি করেছে রাজ্য শিক্ষা দফতর ৷ রাজ্যের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ (Shankar Ghosh criticises the decision of early summer vacation in North Bengal) । তাঁর বক্তব্য, দক্ষিণবঙ্গে যে গরম পরে তা উত্তরের জেলাগুলিতে পরে না । কিন্তু তারপরেও দার্জিলিং ও কালিম্পং জেলা বাদে উত্তরবঙ্গের সমস্ত স্কুল ছুটি দেওয়া হয়েছে । তিনি বলেন, "সবে করোনার পর স্কুল খুলেছে । ফের তা বন্ধ করার নির্দেশিকা জারি করা হয়েছে । অথচ উত্তরবঙ্গে সেরকম গরম এখনও পরেনি । তারপরেও বন্ধ করা হচ্ছে । দক্ষিণবঙ্গের পরিপ্রেক্ষিতে প্রশাসনিক সিদ্ধান্ত উত্তরবঙ্গে চাপিয়ে দেওয়া হয় । সেজন্যই তো পৃথক রাজ্যের দাবি ওঠে । রাজ্যের প্রশাসনিক সিদ্ধান্ত এর জন্য দায়ী । দক্ষিণবঙ্গে কিছু হলে তার দায় উত্তরবঙ্গকে নিতে হবে? সেজন্যই বারবার এই দাবি ওঠে ।"

আরও পড়ুন : এগিয়ে এল গ্রীষ্মাবকাশ, সোমবার থেকে স্কুলগুলিতে ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির বিজেপি বিধায়কের এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছে তৃণমূল ৷ শঙ্কর ঘোষকে অসভ্য বলে তীব্র আক্রমণ করেছেন শিলিগুড়ি পৌরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার । তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন রঞ্জন সরকার ৷ বৃহস্পতিবার তিনি বলেন, "অসভ্য বিধায়ক । বিজেপি কেন সর্বশক্তিমান এলেও এক ইঞ্চি জমিও ভাগ করতে দেওয়া হবে না । এসব বিচ্ছিন্নতাবাদী মানুষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া উচিৎ ।"

Last Updated : Apr 28, 2022, 5:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details